Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরের মালিকে পিটিয়ে হাতে ভেঙ্গে দিয়েছে শিশু কর্মচারীর।

 

 

মোঃ আব্দুল হান্নানঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে একটি কাজের ফর্মা ভাঙ্গার অপরাধে দোকান মালিকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে শিশু কর্মচারীর। ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই ২০২২ তারিখ বিকেল অনুমান ৪ ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে অঞ্জনা স্বর্ন শিল্পালয়ে।

জানা গেছে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রামের নির্মল মন্ডলের ছেলে শিশু প্রিতম মন্ডল চাতলপাড় বাজারে অরুণ দেবের অঞ্জনা স্বর্ণ শিল্পালয়ে কাজ শিখতে যায়।দোকান মালিক অরুনদেব প্রিতমকে নিয়মিত খাবার ও কোনরূপ বেতনও দেয় না। একদিন কাজ করতে গিয়ে একটি কাজের ফর্মা ভেঙ্গে যায়।সেই ভয়ে প্রিতম মন্ডল মালিককে না বলে ভয়ে পালিয়ে আসে।

পরে প্রিতমকে খবর দিলে ঘটনার দিন প্রিতম আবারো দোকানে যায়।সেখানে দোকানের ভেতরে প্রিতমকে কে আটকে রেখে দরজা বন্ধ করে অরুণদেব ও তার আরো দুই সহযোগি মিলে প্রিতম মন্ডলকে বেদম পিটিয়ে একটি হাত ভেঙ্গে ফেলে।

পরে খবর পেয়ে প্রিতম মন্ডলের বাবা নির্মল মন্ডল লোকজন নিয়ে চাতলপাড় অরুণ দেবের দোকানে গেলে সেখানে অরুনদেব নির্মল মন্ডলকে আটকে রেখে তিনটি একশ টাকা মুল্যের খালি ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়।বিষয়টি নির্মল মন্ডল স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিদের জানিয়ে চলে আসেন।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান নির্মল মন্ডল।বর্তমানে শিশু প্রিতম মন্ডল হাসপাতারে যন্ত্রনা  ছটফট করছে ।

Daily Frontier News