জামাল উদ্দিন স্বপন
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়ন লুদুয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে হামলায় চারজন আহত হয়েছে।
জানাযায়, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়ন লুদুয়া গ্রামের মৃর কোরবান আলীর ছেলে আব্দুর রহিমের সাথে তার খালা আদ্রা গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী আতরের নেছা ও তার খালাত ভাইদের সাথে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে লুদুয়া গ্রামে আতরের নেছা, আব্দুর রহিমের খালাত ভাই বেলগর গ্রামের জৈবন আলীর ছেলে ওবায়দুল হক, আবুল হাসেমের ছেলে সাইফুল ও লাকসাম উপজেলার চন্দনা গ্রামের অবসরপ্রাপ্ত ওসি শাহাজাহান তাদের পৈত্রিক সম্পত্তিতে তাদের লাগানো পাকা ধান কাটতে গেলে আব্দুর রহিম, লুদুয়া গ্রামের নুর মিয়া মেস্তরীর ছেলে ইসমাইল, আব্দুর রহিমের বোন মনোয়ারা, রহমত আলীর ছেলে মোতালেবসহ অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা মারাত্মক আহত ও রক্তাক্ত করে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটবায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics