নরসিংদী জেলা প্রতিনিধিঃ-
নরসিংদী মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী ও নরসিংদী সদর উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাধবদী থানা যুবলীগ সহ-সভাপতি মোঃ আলমগীর ভূইয়ার ভাড়া দেওয়া টেক্সটাইল কারখানায় তালা দেয় তারই সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সজিব ভূইয়া গং
সরেজমিনে গিয়ে জানা যায় ,মাধবদীর আনন্দীতে আলমগীর ভূইয়ার দুইটি সেটের একটি ভাড়া নেয় শিবপুর উপজেলার গিলাবের গ্রামের তোতা মিয়ার ছেলে আনোয়ার হোসেন।আনোয়ার হোসেন ২৪টি পাওয়ারলোম মেশিন বসিয়ে কাপড় তৈরী করে আসছেন দীর্ঘ দিন যাবত। অন্যটি মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মোঃ আলমগীর হোসেন ৩০ টি পারয়ারলোম মেশিন বসিয়ে কাপড় তৈরী করে আসছে।
এ ব্যপারে ১ম ভাড়াটিয়া আনোয়ার হোসেন বলেন,আমি দীর্ঘ দিন যাবৎ মাসিক ২৪০০০ হাজার টাকায় ভাড়া নিয়ে মায়ের দোয়া টেক্সটাইল নামে ২৪টি পাওয়ারলোম মেশিন বসিয়ে গ্রে কাপড় তৈরী করে আসছি।আজঃ ৪ অক্টোবর বিকালে মৃত মোসলে উদ্দিনের ছেলে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সজীব গং কারখানায় এসে শ্রমিকদের বের করে জোর পুর্বক গেইটে তালা লাগিয়ে দেয়।
২য় ভাড়াটিয়া আলমগীর হোসেন বলেন,তিনি মাসিক ২৬০০০হাজার টাকায় ভাড়া নিয়ে আমিনউদ্দীন টেক্সটাইল নামে ৩০ টি পাওয়ারলোম মেশিন বসিয়ে কাপড় তৈরী করে আসছে।শ্রমিকদের কারখানা থেকে বের করে জোর পুর্বক তালা লাগিয়ে দেয়।
জায়গার মালিক আলমগীর ভূইয়া বলেন,সজীব সে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রুপের সাথে জড়ি। সে তার জায়গা জমি বিক্রি করে দেয়।এখন সে আমার জমি দখল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে মামলা আছে,আজকের ঘটনায় আমি মাধবদী থানায় একটি সাধারণ ডায়রী করেছি।
এ ঘটনায় মাধবদী থানার এস আই এমরানের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী বলাবলি করছে কার নির্দেশে সে তালা দিছে।
পরে ১১ নং ওয়ার্ড কমিশনার নওশের এসে তালা ভেঙে গেইট কারখানা ছুটি খুলে দেয়। সজীব ভূঁইয়া গগের এখানে কোনো জমি নেই। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ব্যাপারে কয়েকবার দরবার সালিশি করেছি সজিব গং কোন জমির কোন সঠিক কাগজ পত্র দেখাতে পারেনি। এব্যাপারে গোপন সূত্রে জানা যায় মাধবদী এলাকার এক প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় থেকে মিল ২ টি সহ একাধিক কারখানায় তালা ঝুলিয়েছে তার খুটির জোর কোথায়। ভিকটিম পরিবার সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সজিব গংকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে প্রশাসনের নিকট।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics