Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী শিবপুরে ভরণপোষণ চিকিৎসার দাবি জানালে শত বছর বয়সী মাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে সংবাদ সম্মেলন

 

 

ক্রাইম রিপোর্টারঃ-

 

নরসিংদী শিবপুর থানাধীন জয়নগর ইউনিয়নের দড়িপুরা (বালজোরা) গ্রামের মৃতঃ হাফিজ উদ্দিনের ছেলে সিরাজ( ৪৫) তার বৃদ্ধ মা মাওয়া বিবি ( ১০০কে বাড়ি থেকে বের করে দেয়।খবর পেয়ে তিন মেয়ে বৃদ্ধ অসহায় মাকে তাদের বাড়িতে নিয়ে রাখে এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেয়। এলাকাবাসীর প্রশ্নের মুখে বৃদ্ধ মাকে বাড়ির একপাশে বিল পাড়ে সামান্য জায়গা দেয় ঘর করে থাকার জন্য। এলাকাবাসী চাঁদা তুলে অসহায় বৃদ্ধাকে ঘর করে দেয়। বর্তমানে এ ঘর হতে নির্যাতন করে বের করে দেয় ছেলে। দড়িপুরা গ্রামের লোকজনের মুখে নিন্দার ঝর উঠছে। এলাকাবাসী বলেন,সিরাজের বিশাল বাড়িতে শতবছর বয়সী মায়ের জায়গা হয় না।সে তার ছেলে মেয়েদের নিয়ে আনন্দে থাকলেও শতবছর বয়সী মা না খেয়ে দিনাপাত করছে এবং বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
মেয়ে রৌশনারা বলেন,আমার ভাই মাকে ঘর থেকে বাহিরে বের করে দেওয়ার পর থেকে মাকে আমরা বোনরা দেখাশোনা করি।আমরা গরীব আমার মায়ের সম্পত্তি আমার ভাই সিরাজ ভোগ দখল করছে চিকিৎসা ও খাবার খরচ চাইলে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আমরা সমাজ পতিদের কাছে বিচার চেয়ে বিচার পাইনি । আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেশবাসী প্রশাসনের কাছে বিচার চাই । ছোট মেয়ে আমেনা বলেন,আমার ভাই সিরাজ বৃদ্ধা মাকে মেরে আহত করে। এলাকাবাসী চাঁদা তুলে ঘর করে দেওয়ার পর সিরাজ এই ঘর টুকু ভেঙে ফেলবে বলে হুমকি দেয়। আমার মা খুবই বৃদ্ব উঠতে বসতে পারে না।আমরা বোনদের দাবি আমার মায়ের মৃত্যুর পর যেন আমার মায়ের সম্পত্তিতে মাটি দিতে পারি এবং আমার মা ওসিয়ত করেন উনার নিজের জমিতে মরলে কবর দিতে এবং মসজিদে ওনি জমি দান করে যাবে। মাকে দেখা শুনা খাবার না দেওয়া এই পাষন্ড ছেলের বিচার চায় মা প্রশাসনের কাছে।

Daily Frontier News