Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী মনোহরদী একজন নামধারী ভন্ড প্রতারক হুজুরের কান্ড

 

 

ক্রাইম রিপোর্টার:

পিতা মাতার অবাধ্য সন্তান এইচ এম সায়েম আল আজাদ তার বাবা-মা অতি আউস করে মাদ্রাসা লাইনে লেখাপড়া করালেও ইনি মানুষ হতে পারেননি উনি হয়েছেন একজন ভন্ড হুজুর প্রতারক নারী লোভী নারী খেকো তার ফুট ফুটে ৮ মাসের ১ টি মেয়ে সন্তান রয়েছে তাকে এবং তার প্রথম স্ত্রী রেখে প্রবাসী এক নারীর সাথে পরকীয়া লিপ্ত হয় পরকীয়া করে সে হাতেনাতে ধরা পড়লে তাকে এবং ওই ব্যভিচারী নারীকে দুই জনকে দোরা মেরে বিয়ে দিয়ে দেয়। আত্মসম্মানের ভয়ে ওই ব্যভিচারী নারীর স্বামী তাকে ৫ লক্ষ টাকা দিয়ে ওই নারীকে তালাক দিয়ে দেয়। সুত্রে আরো জানা যায় এই ভন্ড হুজুর আরবি লাইনে কিছু শিক্ষা থাকায় মনোহরদী বেলাবো প্রত্যন্ত এলাকায় ছোট ছোট মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব নেয় তারপর ঘটে সব নারী কেলেঙ্কারি। সাধারণত গ্রামগঞ্জে মসজিদের খানা আসে প্রতিটি ঘর হতে আবার বাড়িতে অনেকে সরল বিশ্বাসে দাওয়াত দেয় হুজুর বাড়িতে আইসা আমার বাবা মার নামে দোয়া কইরেন কিছু হাদীও দিয়ে দেয় ওই সুযোগে বাড়িতে থাকা নর নারীর দিকে সে নজর দেয় অর্থাৎ মা বোনের প্রতি সে কু নজর দেয় এর কারনে সে কোন মসজিদে এক সপ্তাহ১৫ দিনের উপরে তার চাকরি থাকে না বিভিন্ন জায়গায় এসে সামাজিকভাবে বিচারে সালিশের সম্মুখীন হয়। আবার কোন কোন মসজিদ থেকে সে রাতের আঁধারে আর বেডিং পত্র নিয়ে চলে যায় তার বিরুদ্ধে নারি কেলেঙ্কারি ব্যাপক অভিযোগের পাহাড়। আবার সমাজের আওয়ামী লীগে নেতারা শাসন বা সাংবাদিক এই বিষয়ে লেখালেখি করলে সে তাদের বিরুদ্ধে তার নিজের ফেইসবুক আইডি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিথ্যা বক্তব্য বিভিন্ন রকমের অপপ্রচার চালায় এবং বিভিন্নভাবে সে টাকা দাবি করে টাকা দিলে সে আর এ ধরনের অপপ্রচার করবে না বলে একাধিক ব্যক্তির আমাদের প্রতিবেদকের সাথে যোগাযোগ করেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এর অভিযোগ করেছে। আর তার প্রথম স্ত্রী পাকনদীযা থানায় যৌতুকের একটি মামলা করেছেন তার ১ ম স্ত্রী। এই মামলায় পাকুন্দিয়া থানায় ওয়ারেন্ট হয়েছে সে যে কোন সময় গ্রেফতার করবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। পুলিশের গ্রেফতারি এড়াতে এসে প্রতিদিন রাতে বিভিন্ন স্থান পরিবর্তন করে এক জায়গায় সে বেশিক্ষণ অবস্থান করে না বলে একাধীক সূত্রে জানা যায়। শীঘ্রই ভন্ড হুজুর ও প্রতারককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন সুদি মহল।

Daily Frontier News