Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী জমিতে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় আরিফুল হক সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ

 

 

স্টাফ রিপোর্টার ঃ

নরসিংদী মডেল থানায় কাজী মাহবুব আরিফুল হক খান সুমন এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে প্রকাশ , মৃত্যু হামিদ খান এর ছেলে আরিফুল হক সুমন খুবই খারাপ ,উশৃংখল এবং পর সম্পদ লোভী
প্রকৃতির লোক।
মাহবুব জানান,নরসিংদী থানাধীন নন্দীপাড়া মৌজাস্থিত ৯ শতাংশ জায়গা আমি জন্মসূত্রে
মালিক হওয়ার পর হইতে উক্ত জায়গা ভোগ-দখল করিয়া আসিতেছি। কিন্তু বর্ণিত বিবাদী আমার
ও দখলকৃত ৯ শতাংশ জায়গা অবৈধ ও জোরপূর্বক ভাবে ভোগ-দখলের নিমিত্তে আমার
জায়গার দক্ষিণে রেল লাইন সংলগ্ন কেবলমাত্র ১.৫০ শতাংশ জায়গা আমার অজান্তে ক্রয় করিয়া
আমার সমুদয় জায়গার প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছে। আমি আমার জায়গায় যেন কোন কিছু
করতে না পারি, এমনকি জায়গা থেকে যেন আমি বের হতে না পারি সেজন্যে বিবাদী আমার জায়গার
দক্ষিণ পাশ দিয়ে ইটের ওয়াল নির্মাণ করাসহ কোন স্থাপনা করিবার পায়তারা চালানো সহ আমাকে
নানাভাবে হয়রানী করিয়া আসিতেছে। বিবাদীকে আমি অনেক বুঝানোর পরও বিবাদী এই ব্যাপারে
তেমন কোন কর্ণপাত না করিয়া উল্টো আমার প্রতি ক্ষীপ্ত হয়ে আমার সাথে খুবই খারাপ আচরণ
করত: বিরোধ করিয়া আসিতে থাকে। বিবাদীর এহেন অপকর্মের বিষয়টি এলাকার গন্যমান্য
লোকজনদের জানাইলেও বিবাদী কাহারো কোন কথা শুনতে/মানতে চায় না, এমনকি কাহারো কোন
কথায় তোয়াক্কা না করিয়া আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকী প্রদান করিয়া আসিতে থাকে।

গত-৯ ই এপ্রিল বেলা অনুমান ১২ ঘটিকার সময় বর্ণিত বিবাদী তাহার সঙ্গীয়
অজ্ঞাতনামা বখাটে লোকজন লইয়া আমার নিম্নবর্ণিত জায়গা অবৈধ ও জোরপূর্বক ভাবে ভোগ-
দখলের নিমিত্তে আমার জায়গার পুরো দক্ষিণ পাশের সীমানা দিয়ে বিবাদী তাহার জায়গায় নির্মাণ
সামগ্রী আনিয়া স্থাপনা তৈরি করার কাজ শুরু করিলে আমি সংবাদ পাইয়া সেখানে গিয়া বিবাদীকে
বারণ করায় সে ক্ষীপ্ত হয়ে তাহার সঙ্গীয় অজ্ঞাতনামা বখাটে লোকজন নিয়া আমাকে গালিগালাজ
করত: মারতে উদ্যত হওয়া সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও খুন-জখমের হুমকী প্রদান করে।
বিবাদীর এহেন কর্মকান্ডে ও হুমকীতে আমি আতংকিত। বিবাদী যে-কোন সময় আমার উক্ত জায়গার
কিংবা আমার আর্থিক/শারীরিক আরো বড় ধরনের ক্ষতি করিতে পারে। বিষয়টি আমি এলাকার
লোকজনদের জানাইয়া নিরুপায় হয়ে থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি আমি ভূমি দস্যু আরিফুল হকের বিচার চাই।
এ বিষয়ে আরিফুল হকের সাথে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি।

Daily Frontier News