Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীর শিবপুরে আদালতের আইন অমান্য করে জমি জবর দখলের অভিযোগ মফিজুল গংএর বিরুদ্ধে

 

 

আঃ ছাত্তার মিয়া নরসিংদীঃ-

 

নরসিংদী শিবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ মুফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে জানা যায় গতঃ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে যোশর ইউনিয়নের টঙ্গিরটেক গ্রামে এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায়, টঙ্গিরটেক গ্রামের মাসুম মিয়ার ১৪০ শতাংশ জমি নিয়ে তারই চাচা মফিজুল ইসলামের গং এর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় কয়েকবার শালিস দরবার হলেও কোনো সমাধান হয়নি। পরে দুজনেই আদালতে মামলা দায়ের করেন যা চলমান রয়েছে।বর্তমানে বিরোধকৃত জমির উপরে আদালত থেকে ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু গতঃ শুক্রবার সকালে দা, লাঠি ও লোহার শাবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মফিজুল ইসলাম ও তার ছেলে রুবেল, সিদ্দিক মিয়াসহ ২০/ ৩০ জন মিলে জোরপূর্বক জমি দখল করে বেড়া দেয় এবং জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে এতে করে মাসুম দেহের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
এসময় মাসুম মিয়ার মা ও বোন গিয়ে বাঁধা দিলে অকথ্য ভাষায় গালাগাল করে তাদেরকে মারতে তেড়ে আসে। এক পর্যায়ে মাসুমের মাকে লাঠি দিয়ে আঘাত করলে শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফুলা জখম হয় এবং হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায় বলে মাসুমের মা প্রতিবেদককে জানান। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে। মাসুম মিয়া আরো জানান, আমার পৈত্রিক সুত্রে পাওয়া জমি জোর করে দখল করে নিতে আগেও তারা আমাদের পরিবারের উপর হামলা চালিয়েছে। আজকেও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর করে জমিতে বেড়া দিয়েছে এবং প্রায় ২০ থেকে ৩০ টা গাছ কেটে ফেলে। এই ঘটনায় মফিজুল আমাকে ইসলাম বলেন, আমরা আমাদের পাওনা অংশে বেড়া দিয়েছি। আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানেনা বলে ও জানান তিনি। শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক কিবরিয়া বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে না যেতে এবং দু’পক্ষকেই শান্ত থাকার জন্য বলা হয়েছে। জমিতে যে বেড়া দেয়া হয়েছে তা উঠিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী মাছুমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Daily Frontier News