Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীতে খাদ্য বান্ধব কর্মসূচি গ্রাহককে চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ

 

 

আব্দুস সাত্তার মিয়া নরসিংদী প্রতিনিধি:

 

খাদ্য বান্ধব কর্মসূচি গ্রাহককে চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নরসিংদী সদর শীলবন্দী ইউনিয়ন পরিষদে ডিলার মাহফুজুল হক রনি বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।জানা যায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চাউল জল প্রতি ৩০ কেজি ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে ডিলার রনি জনপ্রতি ৩০ কেজির স্হলে জনপ্রতি ২৮ কেজি, ২৯ কেজি, ২৭ কেজি ৫০০ এরকম করে দীর্ঘদিন যাবত গ্রাহকে ঠকিয়ে আসছে৷আর এই বিষয়ে বিভিন্ন গ্রাহকরা স্থানীয় চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ কাছে অভিযোগ দায়ের করে তারপর চেয়ারম্যান ডিলারের চটিতে যায় এবং ও চাউল মেপে দেখেন জনপ্রতি ২কেজি, আড়াই কেজি, ৩ কেজি করে চাউল কম দিচ্ছে। এ ঘটনা দেখে লোকজন জড়ো হলে সবার সম্মুখে চেয়ারম্যান সাহেব তাকে বলেন তুমি সঠিকভাবে চাউল মেপে বিতরণ করবা কোন রকম কম দিতে পারবা না। আর আগে তুমি শীলমান্দী ইউনিয়ন পরিষদের সম্মুখে চাউল বিতরণ করছো আর ওইখানেই তুমি চাউল বিতরণ করবা।এ ব্যাপারে আমি মাসিক মিটিংয়ে বিষয়টি বলবো। বর্তমান এই বিলপাড় এসে চাউল বিক্রি করে এখানে গ্রাহকরা আসতে অনেক অনেক কষ্ট হয় এবং ভাড়া বেশি লাগে। এ ব্যাপারে উপস্থিত একাধিক গ্রাহকের কাছে জানতে চাইলে ওনারা জানান প্রায়ই আমাদের চাউল কম হয় ২কেজি ২ . ৫০০ কেজি। কিন্তু এ ব্যাপারে ডিলারও ডিলারের লোকজনকে জানালে এরা আমাদেরকে ভয়-ভীতি দেখায় যে তোমাদেরকে চাল দেওয়া হবে না বুঝে হইলে নেওয়ার বুঝে না হলে নিও না। তারা এভাবে জানিয়ে দেয় তারপরে আমরা বিষয়টি চেয়ারম্যান সাহেবকে জানাই। এ ব্যাপারে ডিলার মাহফুজুল হক রনির কাছে জানতে চাইলে তিনি জানান খাদ্য গোডাউন থেকে চাউল আনার সময় অনেক সময় ৫০ কেজির স্থলে দুই কেজি /তিন কেজি কম থাকে আর আমরা বাধ্য হয়েই এরকম এক কেজি দুই কেজি কম দিতে হয়। এ ব্যাপারে আমাদের প্রতিবেদক নরসিংদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসে নের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি ফোন দিলে উনি ফোন রিসিভ করে না। তারপর সদর ইন্সপেক্টর প্রদীপ দাসের সাথে আলাপ করে চাউল কম দেওয়ার ব্যাপারে বিষয়টি খুলে বললে তিনি জানান এটা গোডাউনের বিষয় প্রতি ডিলার গোডাউনের কাছ থেকে বুঝে নিবে আমরা ও ঠিকভাবে স্কেল দিয়ে মেপে আনি এতে এত কম হওয়ার কথা নয়। আর যদি সে মাপে কম দিয়ে থাকে তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

Daily Frontier News