Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে শত বছরের পুরনো কবরস্থান দখলে একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে! গ্রামে টানটান উত্তেজনা৷

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

হবিগঞ্জের নবীগঞ্জে একটি প্রভাবশালী মহলের একি কান্ড! শত বছরের পুরনো পারিবারিক কবরস্থান যাহা বর্তমানেও বিদ্যমান রয়েছে। এই কবরস্থান দখল করতে একটি কুচক্রী মহল মরিয়া হয়ে উঠেছে৷
অভিযোগে উল্লেখ ও গ্রামবাসী জানান, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে উক্ত বিরোধীয় কবরস্থানটির মালিকানা মৌরসি স্বত্ব দাবী করে হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালতে একই গ্রামের প্রভাবশালী সিরাজ উদ্দিন প্রকাশ (মিরাস উদ্দীন) ও তার লোকজনকে আসামী করে রেকর্ড সংশোধনীর মামলা দায়ের করেন একই গ্রামের মৃত জায়ফর উল্লার পুত্র নুরুল হক নামের এক ব্যক্তি৷ উক্ত মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে৷ মামলা নং ৫২৩/২০১৪ ইং৷

এই মামলা দায়েরের পরেও শত বছরের পুরনো কবরস্থানকে প্রভাবশালী মহল তাদের নিজস্ব ভুমি দাবী করে কবরস্থানের পবিত্রতা বিনষ্ট করে জবরদখলের পায়তারা করছে ঐ কু- চক্র মহলটি৷ উক্ত ঘটনায় গ্রামের সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে৷ অপরদিকে বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলার বাদী পক্ষের সমুজ মিয়া গং গত ৬/৯/২০২২ ইং তারিখে উক্ত আদালতে দায়েরকৃত মামলায় নালিশা ভূমি সরজমিন পরিদর্শনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালতের বিচারকের নিকট প্রার্থনা করেন বাদী পক্ষ৷
এদিকে, সৃষ্ট বিরোধের জেরধরে প্রভাবশালী মহল তারা কবরস্থান দখলে আবারো নানান কৌশল অবলম্বন করছে। এনিয়ে বাদী পক্ষকে নানা হুমকি ধামকিরও অভিযোগ পাওয়া গেছে ৷ উক্ত ঘটনায় গ্রাম এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷

Daily Frontier News