Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে মসজিদের জুতার বক্সের ভিতরে থেকে ৩ মাসে একটি শিশু ছেলেকে পুলিশ উদ্ধার করেছ

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

নবীগঞ্জের পৌর এলাকার ওসমানী রোডস্থ বায়তুল নূর জামে মসজিদের ভিতরে রাখা জুতা রাখার বক্সে ৩দিনের এক নব জাতক শিশুকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) এশার নামাজের আজান দেয়ার জন্য মসজিদে প্রবেশ করেন, রায়তুন নূর জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ সুহেল। এসময় মসজিদের মোয়াজ্জিন ও মুসল্লিদের কানে শিশু সন্তানের কান্না শুনতে পেরে মসজিদে অবস্থানরত সকলই হতবাল হয়ে পড়েন। এতে তারা মসজিদের চতুর দিকে খুজতে থাকেন। এক পর্যায়ে মসজিদের জুতার বক্সের ভিতরে একটি নবজাতক শিশু কান্না করছে দেখতে পান। সাথে সাথে এ বিষয়টি চতুরদিকে চড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মসজিদে ঐ নবজাতক শিশুকে এক নজর দেখার জন্য ভীড় জমান। এ ঘটনাট খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় এসআই সাঈদ, এসআই বিজয় সহ একদল চৌকুশ পুলিশ সেখানে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ
হাসপাতালে নিয়ে আসা হয়। এবং শিশুটিকে পৌর এলাকার আনমনু গ্রামের জনৈক এক মহিলার হেফাজতে শিশু রাখা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এই নবজাতক শিশুর পরিচয় এখনও জানা যায় নি! এ ঘটনায় দেশ- বিদেশে আলোচনার পাশাপাশি নানান সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

Daily Frontier News