Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জের সাংবাদিক ও ইউপি সদস্য কে  অস্ত্রধারী সস্ত্রাসীরা রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত। সাংবাদিক মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে

 

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

ক্রাইমজুন হিসাবে ক্ষেত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শাহ সুলতান আহমেদর উপর মূখোশধারী সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাজায়, গতকাল বুধবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ী ফেরার পথি মধ্যে নিজ গ্রাম দাউদপুর নামক স্থানের উচু ব্রিজে থেকে রাস্তায় নামা মাত্রই পিছন দিক দিয়ে একদল মুখোশধারি সন্ত্রাসীরা পূর্ব থেকে দেশীয় অস্ত্র দা, রামদা ও লাটি দিয়ে মাথায় বেধরক মারপিট করার কারণে গুরুতর আঘাতে
সাংবাদিক শাহ সুলতান মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এতে তার দম বন্ধ হয়ে আসলে সন্ত্রাসীরা মৃত ভেবে তাকে ফেলে পালিয়ে যায়। পথিমধ্যে লোকজন ঐ রাস্তা দিয়ে যাওয়া আসার সময় দেখতে পান অজ্ঞান অবস্থায় সাংবাদিক শাহ সুলতান হাউমাউ করছে। এটা দেখে স্থানীয়রা চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় অসংখ্য সেলাই রয়েছে। এ খবর পেয়ে নবীগঞ্জের কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অন লাইন সাংবাদিক সহ নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও তাকে দেখতে হাসপাতালে
যান।
এ ব্যাপারে স্থানীয়রা ধারনা করছেন সন্ত্রাসীরা পুর্বপরিকল্পিত ভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর এ হামলা চালিয়েছে কোন প্রভাবশালী মহল।
এ ঘটনায় নবীগঞ্জের সাংবাদিকদের মধ্যে নানান আতংক বিরাজ করছে। উক্ত সন্ত্রাসী হামলায় জাতীয় অন লাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এবং প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হচ্ছে যে অপরাধীদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় না আনলে ঐ এলাকায় আরো বড় ধরনের সংঘর্ষ হওয়া আশংখা দেখা দিতে পারে।
এ দিকে, আহতের পরিবারে পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত আসামীদের ধরতে প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।

Daily Frontier News