Daily Frontier News
Daily Frontier News

নকল ডিটারজেন্টে সয়লাব ডুমুরিয়ার বাজার গুলো ভোক্তারা বিপাকে !

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

 

নেই বিএসটিআইয়ের অনুমোদন। নেই ট্রেড লাইসেন্স। দেশের বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের মোড়ক নকল করে বিএসটিআইয়ের ভূয়া সিল লাগিয়ে বাজারজাত করা হচ্ছে নকল ডিটারজেন্ট পাউডার। নিম্ন মানের এসব ডিটারজেন্টে সয়লাব ডুমুরিয়ার বাজার। এদিকে বিপাকে পড়েছেন ভোক্তা সাধারণ। গোপনে নকল ডিটারজেন্ট উৎপাদন করতে নির্জন জায়গায় কারাখানা গড়ে তুলেছেন কিছু অসাধু ব্যবসায়ী। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে ও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারা দেদারছে তৈরি ও বিক্রি করছেন নকল পাউডার। ডুমুরিয়ার বিভিন্ন বাজার ও দোকান ঘুরে দেখা গেছে, দাম কম হওয়ায় এসব বিক্রিও হচ্ছে বিপুল পরিমাণে। এসব নকল ডিটারজেন্ট ব্যবহার করায় একদিকে যেমন হাত-পায়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে নষ্ট হচ্ছে মুল্যবান কাপড়। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি আর্থিক ক্ষতি হচ্ছে ভোক্তাদের। ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে একটি দোকানে দেখা যায় নকল ‘খান’ ডিটারজেন্ট পাউডার। এটি দেখতে হুবহু ইউনিলিভার কোম্পানির ডিটারজেন্টের মতো। এ ব্যাপারে রবিউল নামে এক ক্রেতা বলেন, আমি নকল ‘খান’ পাউডার কিনে প্রতারণার শিকার হয়েছি। এ পাউডার ব্যবহার করায় আমার নতুন পাঞ্জাবিসহ অনেক কাপড় ঝলসে গেছে। ডুমুরিয়ার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে ও গ্রাম-গঞ্জে মাইকিং করে বিক্রি করা হচ্ছে নকল ডিটারজেন্ট পাউডার। ডুমুরিয়ার শাহপুরে খান কর্পারেশন প্রোডাক্ট কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, গোয়াল ঘরের একটা রুমে বিএসটিআইয়ের এর ভুয়া স্টিকার লাগিয়ে প্রস্তুত করা হচ্ছে নকল ডিটারজেন্ট পাউডার।
এখানে তৈরি ডিটারজেন্ট গ্রামে ফেরি করে ও দোকানে দোকানে বিক্রি করা হচ্ছে। কারখানায় উপস্থিত মেহেদি হাসান জানান, এই কারখানার ব্যাবস্থাপনা পরিচালক সোহেল খান। তিনি দেশের বাইরে থাকেন। আমরা ৬ মাস এই ব্যাবসা পরিচালনা করছি। প্রতিদিন ৫ হাজার প্যাকেট পর্যন্ত আমরা তৈরি করতে পারি। এদিকে ভেজাল পণ্য তৈরি বন্ধের লক্ষ্যে এলাকার সচেতন মহল প্রশাসনের উধর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন কামনা করেছেন।

Daily Frontier News