চুনারুঘাট প্রতিনিধি :-
চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমির আহমেদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় সমিরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল অনুমান ১০ টায় আমুরোড বাজারের তরকারি হাটে। আহত ছাত্রলীগ নেতা সমির আহমেদ জানান, শুক্লবৈদ্ধ এর সাথে গত দুই দিন পূর্বে আমার বাকবিতন্ডা ও হালকা হাতাহাতি হয় । এর জের ধরে রাহুল আমাকে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত যখম করে। এতে আমার মাতায় ৪টি সেলাই ও হাতে গুরুতর যখম প্রাপ্ত হই । এসব অভিযোগ অস্বীকার করে রাহুল জানায়, গত সাপ্তাহ পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিলের বিডিও পোস্ট করা নিয়ে আমার উপর হামলা করে। এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics