Daily Frontier News
Daily Frontier News

দশমিনা থেকে গলাচিপা উপজেলা সেতুটির রাস্তাটি নির্মাণ রেলিং নেই কোন কাজ স্ল্যাবে গর্ত।

 

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি,
শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া।

পটুয়াখালী জেলায় এই দুই উপজেলা থানাধীন একটি রাস্তা রয়েছে নেই কোন জায়গায় নির্মাণ কাজ।
গলাচিপা উপজেলা থানাধীন উলানিয়া বন্দর সংলগ্ন বাজারে উপর দিয়ে বয়ে গেল এই রাস্তার এক কিলোমিটার দূরে একটি নদী। এই নদী নদীটির নাম হয়েছে ব্যুরোগৌরঙ্গ নদী তার উপর দিয়ে হয়েছে একটি সেতু নির্মান করা হয়েছে ।অনেক আগেই ভেঙে গেছে সেতুর দুই পাশ রাস্তা রয়েছে বড় বড় গর্ত । রেলিং ও প্রতিরক্ষা দেয়াল। স্ল্যাবে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে পরিবহন, অটোরিকশা কাবার ভেইন এমন কি মোটরসাইকেল ও দুটি উপজেলার ইউনিয়নের লোক জন । এই সেতুটি রাস্তা ভেঙ্গে যায় এমন কি বড় বড় গর্ত হয় নির্মান হয়েনি আজকের পযন্ত।উলানিয়া গ্রামের রনগোপালদী দুটি উপজেলার বাজার-সংলগ্ন এই গলাচিপা উপজেলার ওপর।

উলানিয়া বন্দরের ওপর নির্মিত সেতু দিয়ে রনগোপালদী কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদগামী মানুষ এবং উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ বিদ্যালয়, উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলাচিপা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করে। সেতুটি রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের ও ৩ ফুট প্রস্থের সেতুটি ১০ বছর আগে নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।উলানিয়া বন্দর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সেতুটি দিয়ে শিশুশিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে। সেতুতে গর্ত থাকায় এবং রেলিং ভেঙে যাওয়ায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

উলানিয়া ও ডাকুয়া গ্ৰামের রনগোপালদী ব্যুরোগৌরঙ্গ ‘সেতুটি রাস্তা রয়েছে বড় বড় গর্তের কারণে কোনো যানবাহন এমনকি রিকশা পর্যন্ত চলতে পারে না। কয়েক দিন আগে আমার গর্ভবতী মেয়েকে হেঁটে ক্লিনিকে যেতে হয়েছে।’পূর্ব ধনিরাম গ্ৰামের পশু চিকিৎসক মকছেদুল হক বলেন, সেতুটির পিলারসহ প্রতিরক্ষা দেয়াল ইটের তৈরি। এ কারণে ফাটল দেখা দিয়েছে।

উলানিয়া বন্দরের ইউপির চেয়ারম্যান গোলাম মস্তফা খান। সেতুটি রাস্তা ব্যবহার করে ইউপি কার্যালয়ের চাল, গমসহ নির্মাণসামগ্রী আনা-নেওয়া করতে হয়। সেতুর রাস্তা এই অবস্থার কারণে মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে। সেতুটির রাস্তা নির্মাণ কাজের সংষ্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

Daily Frontier News