Daily Frontier News
Daily Frontier News

তালা ঝুলছে ঘরে,সন্ত্রাসীদের ভয়ে বিজয়নগরে ছেলে-মেয়ে নিয়ে বাড়ি ছাড়া প্রবাসীর স্ত্রী ইয়াছমিন

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.              জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ইছাপুরা ইউপিস্হ ডালপা গ্রামে প্রবাসী মোঃ খুরশিদ মিয়ার বাড়িতে (স্ত্রী ইয়াসমিন ও ছেলে মেয়ে) ১৮ই সেপ্টেম্বর ২০২২ইং বিকাল প্রায় ৩ ঘটিকা ঘটে যাওয়া ঘটনা ।

.        সূত্রে জানাযায়, জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রবাসী খুরশিদ মিয়া বাড়িতে না থাকা (প্রবাসে থাকায়) তাহার স্ত্রী ইয়াছমিন বেগম ছেলে মেয়ে নিয়ে একাই বাড়িতে থাকেন। ইয়াছমিনের স্বামী খুরশিদ মিয়ার নিকট আত্বীয়-স্বজন অত্যন্ত খারাপ, উশৃংখল, দাঙ্গাবাজ, পাঠিয়াল ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের সহিত দীর্ঘদিন ধরে জায়গা-জমি সহ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া পূর্ব বিরোধ ও মনোমালিন্যতা চলিয়া আসিতেছিল। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীদ্বয় ইতিপূর্বে কয়েকবার ইয়াছমিন কে মারধর করিয়াছে। স্থানীয় লোককজন এই বিষয়ে কয়েকবার সালিস বৈঠক করেন। ইহাতেও তারা ক্ষ্যান্ত না হইয়া ইয়াসমিনের আরো বড় ধরনের ক্ষতি করার সময় সুযোগ খুঁজিয়া আসিতে থাকে।

.            এরই ধারাবাহিকতায় বিবাদীদ্বয় ঘটনার তারিখ ও সময়ে দেশীয় মারাত্মক অস্ত্র শস্ত্র ও লাঠি সোঠা হাতে নিয়া অনধিকারে ইয়াসমিনের বসত বাড়ীর উঠানে প্রবেশ করিয়া বসত ঘরের দরজা-জানালা বাইরানো শুরু করিলে ইয়াসমিন ও মেয়ে সাদিয়া ঘর হইতে বাহির হইয়া বিবাদীদ্বকে বাধা দিলে তারা ইয়াসমিন ও মেয়ে সাদিয়া কে এলোপাতাড়ী মারপিট করিয়া, বাইরাইয়া সমস্ত শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক বেদনা দায়ক নীলা, ফুলা জখম করে।

.          একপর্যায়ে তারা অনধিকারে ইয়াসমিনের বসত ঘরে প্রবেশ করিয়া ঘরে থাকা আলমারী, সুকেচ, কাচের জিনিস সহ ইত্যাদি ভাঙ্গিয়া প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। মামুন মিয়া, ঘরের কাঠের সুকেচের ড্রয়ারের তালা ভাঙ্গিয়া তথায় রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা এবং ০৩ ভরি ওজনের স্বর্ণের জিনিস, যাহার মূল্য অনুমান-২ লক্ষ ২০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে নিয়া যায়।

.         মুস্তাকিম হত্যার উদ্দেশ্যে ইয়াসমিনের গলায় চিপিয়া ধরে এবং গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যাহার মূল্য অনুমান ৪০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে নিয়া যায়।

.      কুদ্দুস মিয়া, ইয়াসমিনের পড়নের কাপড় টানা হেচরা করিয়া বিবস্ত্র করত: শ্লীলতাহানী করে এবং গলায় ও মুখে খামচা দিয়া জখম করে ।

.        সাচ্চু মিয়া,ইয়াসমিনের মেয়ে সাদিয়াকে চর-থাপ্পর মারিয়া জখম করত: সাদিয়ার গলায় থাকা ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যাহার মূল্য অনুমান-৬৫,হাজার টাকা, অসৎ উদ্দেশ্যে নিয়ে যায় ।

–         ইয়াসমিন ও সাদিয়ার শোর চিৎকারে অন্যান্য স্বাক্ষী সহ পাড়া প্রতিবেশী লোকজন আসিলে, নামে উল্লেখিত ব্যক্তিদ্বয় ইয়াসমিন ও তার মেয়েকে প্রাণে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। স্থানীয় লোকজন ইয়াসমিন ও সাদিয়া কে হাসপাতালে পাঠায়।

.       এ ব্যাপারে ইয়াসমিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে বিবাদী করে  বিজয়নগর থানা মামলা দায়ের করেন । মামলা দায়ের পর , বিবাদীদ্বয় জামিনে মুক্তি পেয়ে , ইয়াসমিন ও তার ছেলেমেয়েকে বাড়ি ছাড়া করে । ইয়াসমিন ও তার ছেলে-মেয়ে এখন বাড়িছাড়া ।

.     এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রাজু আহমেদ, ফ্রন্টিয়ার.নিউজ প্রতিনিধিকে বলেন, বিষয় টি এখন জানলাম , এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

Daily Frontier News