স্টাফ রিপোর্টার সাতক্ষীরাঃ-
. জেলা সাতক্ষীরা তালা উপজেলার ৯ নং খলিষখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা বাজারের জমি বিক্রি করলেন রফিকুল ইসলাম।
এ ব্যাপারে নাম না বলা ব্যক্তি জানান তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাশিয়াডাঙ্গা বাজারের ২০ নং খলিষখালী মৌজার এস এ ৫৩ দাগের ০.১১ একর জমি ১ নং খাস খতিয়ানভুক্ত এই জমি রফিকুল ইসলাম বিক্রি করে আমাদের জানামতে সরকারী খাস জমি বিক্রি করার কোন অনুমতি নাই কিন্তু সে কিভাবে বিক্রি করে এটাও আমরা বুঝতে পারছি না
. এ ব্যাপারে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না, সে যে অপরাধ করছে তার উপযুক্ত শাস্তি এলাকাবাসী দাবী করে। এ ব্যাপারে ভুক্তভোগী এস এম শামিম ইসলাম পিতা আব্দুল ওহাব সরদার সাংবাদিকদের জানায় আমি একজন প্রতিবন্ধী সে আমাকে খলিষখালী মৌজা জে _ এল নং ২০ খতিয়ান নং দাগ নং ৫৩ ০৬ শতক মধ্য হইতে চার শতক জমি দিবে বলে সাতক্ষীরা নোটারী পাবলিকের কার্যালয় এগ্রিমেন্ট নামা চার জন সাক্ষী করে স্ট্যাম্প সাক্ষ্য দিয়ে আমার কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা নেয়। আমি পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারি যে ওটা সরকারী খাস জমি আমি তার কাছে আমার পাওনা টাকা চাইলেই সে বিভিন্নভাবে না দেওয়ার বায়না করে আমি এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করছি আমি টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানাচ্ছি।
. এ ব্যাপারে খলিষখালী ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন নোটারি পাবলিকের কার্যালয় যে লিখিত হয়েছে তার কোন দাম নাই।
. এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে চাইলে তিনি বলেন সরকারি জমি বিক্রি করা একটা অপরাধ এমন যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics