আল আমিন সরদার তালা উপজেলা প্রতিনিধিঃ-
সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের দাদপুর মেলেকবাড়ি দারুস সালাম আলিম মাদ্রাসার সুপার মোঃ শেখ সাইফুদ্দীন এর বিরুদ্ধে তালা নির্বাহী ক
কর্মকর্তার নিকট এক অভিযোগ দায়ের করেছে।
গত মঙ্গলবার (২২ জুন) মোঃ ইউসুফ আলী(১৫)। পিতা-মোঃ আবুল হোসেন, গ্রাম -দাদপুর,উপজেলা -তালা,জেলা -সাতক্ষীরা ১০ম শ্রেণির ছাত্র। উক্ত তারিখে টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে তার সহপাঠীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
ছাত্র মোঃ ইউসুফ আলী বলে মাদ্রাসার কয়েকজন শিক্ষক বিষয়টি দেখে এবং আমাদের দুই জনকে কিছু বলে না। তারপর মাদ্রাসার সুপার আমাদের দুই সহপাঠীকে ডেকে কিছু না জিজ্ঞাসা করে অফিস কক্ষে বেধড়ক মারধর করে। এক সময় সুপারের মারধরে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি।আমার অবস্থা খুব খারাপ দেখে শেখ কামরুজ্জামান আমাকে তালা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে আমি এর সুষ্ঠু বিচারের জন্য তালা নির্বাহী কর্মকর্তার কাছে একটা অভিযোগ দায়ের করি।আমি এর সুষ্ঠু বিচার চাই।
মাদ্রাসা সুপারের কাছে সাংবাদিকরা এবিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন তালবাহানা করে। তিনি বলেন আমার মাদ্রাসা বন্ধ। আমি আপনাকে ফোনে ডেকে নেব।সাংবাদিকরা পরবর্তীতে যোগাযোগ করতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আমি কারো কাছে কিছু বলতে রাজি না।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics