আল আমিন সরদার স্টাফ রিপোর্টারঃ-
সাতক্ষীরার তালা উপজেলার গোনালী বাজারে পূর্ব শত্রুতার জেরে বসত ভিটার পাশ থেকে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি খননের অভিযোগ উঠেছে আপন ছোট চাচা বিরুদ্ধে।
তালা থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোনালী গ্রামের মৃত আব্দুর রহিম সানার ছোট ছেলে শফিয়ার সানা (৪৫) তার নিজ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি খননের কাজ করছেন। এই জমির অপর খন্ডে তার ভাই মৃত মশিয়ার রহমানের ছেলে আরিফ সানা (২৬) র বসত ভিটা। বিগত ৫ বছর পূর্বে আনুমানিক ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাড়িটি নির্মাণ করা হয়। মাটি কাটার ফলে বাড়িটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আরিফ সানা। তিনি আরো জানান, বসত ভিটার জায়গা জমি নিয়ে চাচার সাথে দন্দ থাকায় তিনি আমার ক্ষতি সাধন করবে বলে আমার বসত-বাড়ির ১ ফুট দূর থেকে ২৭ জুলাই থেকে মাটি খনন কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে ৩০ জুলাই শনিবার সকালে তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছি। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
এঘটনায় শফিয়ার সানা বলেন, আমি আমার জমিতে মাটি খনন করেছি। আমার ভাইপোর বসত বাড়ির কিছু অংশ আমার জমির উপর চলে আসছে। সে থানায় একটি লিখিত অভিযোগ করেছে জানতে পেরেছি। আগামী ১ আগষ্ট বিকালে বিষয়টি মীমাংসার জন্য বসতে চেয়েছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics