Daily Frontier News
Daily Frontier News

তালায় প্রতিপক্ষের হামলায় আহত ২

 

 

আল আমিন সরদার স্টাফ রিপোর্টার

 

সাতক্ষীরা জেলা তালায় উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামের বাসুদেব বিশ্বাস পিতা বিমল বিশ্বাস ও অঞ্জলি রানি স্বামী বিমল বিশ্বাস জমাজমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে তালার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রমনকারীরা ঘরবাড়ি ও ঘেরাবেড়া ভাংচুরসহ মালামাল ছিনিয়ে নিয়ে যায় এমন অভিযোগ উঠেছে।

এব্যাপারে আহত বড় ভাই রামকৃষ্ণ বিশ্বাস পিতা বিমল বিশ্বাস সাংবাদিকদের জানান
তালা উপজেলার মাগুরা মাদরা গ্রামের নিত্তন বিশ্বাস ও অরবিন্দ বিশ্বাস উবাই পিতা অমাল বিশ্বাস আমার প্রকাশ, বসত বাড়ির ভিটার জমি তাল গাছ নিয়ে প্রতিপক্ষের সাথে আমাদের সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে তারা দীর্ঘদিন আমাদের ক্ষয়ক্ষতি, করছি তাল গাছটা মেরে নিতে বললেই তারা জীবন নাশের হুমকী ও হয়রানী করে আসছে। গত মঙ্গলবার ৩০/৮/২০২২/ আগস্ট সকাল দশটা প্রতিপক্ষ একই গ্রামের বাড়িতে অনধিকার প্রবেশ করে লোহার রড, লাঠিশোটাসহকারে আক্রমন চালিয়ে আমার মাথা অঞ্জলি রানি ও আমার ভাই বাসুদ বিশ্বাস কে বেদম মারপিট করে। এতে তারা রক্তাক্ত জখম হন আমি এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চালাচ্ছি।

এ ব্যাপারে অমাল বিশ্বাস জানান এটা আমাদের পারিবারিক ব্যাপার আমরা এটা নিয়ে মিটিয়ে নেব এটা কোন সমস্যা না।

এ ব্যাপারে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করলে তিনি জানান এখনো কোনো অভিযোগ হয়নি অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে

Daily Frontier News