বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহু আউশকান্দি থেকে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন মোটরসাইকেল দাড়ানো থাকা অবস্থায় চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঙ্গবন্ধ চুর চক্র। স্থানীয় ইউপি সদস্য, বাজার ব্যবসায়ী, পথচারী সহ ব্যাংক কর্মকর্তাদেরও সাইকেল নিয়ে যাচ্ছে ঐ চক্রটি। এ ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল মালিকরা থানায় সাধারণ ডায়রী করলেও এখন পর্যন্ত মোটরসাইকেল চুরের কোন গডফারকে আইনের আওতায় না আনায় একের পর এক মোটরসাইকেল চুরি বেড়েই চলছে। গতকাল মঙ্গলবার আউশকান্দি মধ্য বাজার অবস্থিত আশা এনজিও শাখার দুই মাঠ কর্মকর্তা পদিপ সূত্র ধর ও মোঃ মিজানুর রহমান কাজ শেষে বাসায় আসেন বিকাল প্রায় ৩টার দিকে। এতে তাদের মোটরসাইকেল দুটি তাদের গ্রেরেজেই রেখে বাসায় চলে যান। বাসার কাজ কাম শেষে পূর্ণঃরায় কাজে বেরিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে সাইকেল আনার জন্য গ্রেরেজে গেলে সেখানে গিয়ে দেখান মোটরসাইকেল দুটিই নাই! এতে তারা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ঐ দিন রাত ৮টার দিকে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন।
অপরদিকে, আউশকান্দি বাজার ব্যবসায়ী ও হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ লিটন মিয়া গতকাল মঙ্লবার রাত ৮টার দিকে শেরপুর থেকে তার অফিস আউশকান্দি হীরাগঞ্জ পূর্ব বাজার রহমান এন্টার প্রাইজে আসেন। তার মোটরসাইকেলটি অফিসের সামনে রেখে ভিতরে গিয়ে অফিসিয়াল কাজ শেষে প্রায় ৩০ মিনিট পর বাড়ি যাওয়ার জন্য বের হন। এতে দেখেন তার অফিসের সামনে রেখে যাওয়া সাইকেলটি নাই! এতে তিনি বাজার সহ বিভিন্ন স্থানে খোজাখুজির পরও সাইকেল না পাওয়ায় নানান দুঃচিন্তায় আছেন তারা। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics