মোঃ আক্তারুজ্জামান লিটন //খুলনা ব্যুরো।।
খুলনা ডুমুরিয়ায় সংঘবদ্ধ আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া।
উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ওই সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে আটক করে ডুমুরিয়া থানা পুলিশ। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন-ডুুমুরিয়া উপজেলার গোবিন্দকাঠি গ্রামের লেওকাত গাজীর ছেলে মিলন গাজী(৩১),চাকুন্দিয়া গ্রামের আমজাদ হোসেন গাজীর ছেলে আবু রায়হান গাজী (২২), কুলবাড়িয়া গ্রামের মৃত হাশেম শেখ’র ছেলে আসাদুল শেখ (২৪),ও যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম মিলন(৩৮)।
ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া জানান, গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২টি মটর,২টি গ্যাসের চুলা,১টি মিনি সাউন্ডবক্স উদ্ধার করা হয়েছে।বাকি চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলমান।
পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজাতে পাঠানো হয়। তিনি আরও বলেন জনগণের জানমালের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics