মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
ডুমুরিয়ার মাগুরাঘোনা স্বামীর মারপিট ও পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূ শিশু পুত্রকে নিয়ে তার পিতা শহর আলি সরদারের বাড়িতে আশ্রয় নিয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের শহর আলি সরদারের কন্যা সোনিয়া খাতুন (২৩) এর সাথে একই গ্রামরে আলা উদ্দিন শেখের ছেলে রাজু শেখ (৩০) এর প্রেমের সম্পর্কে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ১ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু স্বামী রাজু শেখের পিতা আলাউদ্দিন শেখ উক্ত বিয়ে মেনে নিতে পারেনি। ফলে পিতার পৌত্রিক ভিটা ছেড়ে বিল এলাকায় লীজ ঘেরের বাসায় বসবাস করছে তারা। এদিকে স্বামী রাজুর প্রথম স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারা পৌত্রিক ভিটা বাড়িতে থাকে। এনিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।
স্বামীর অব্যাহত নির্মম মারপিট, শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে স্ত্রী সোনিয়া খাতুন কে।
এক পর্যায়ে গত শুক্রবার ভোর রাতে নির্জন ঘরে ভিতরে আটকে দরজা আটকিয়ে মধ্যে যুগীয় কায়দায় লোহার রড,দিয়ে এলোপাতাড়ি মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। এরপর দুপুরে দিকে স্ত্রী ও শিশু পুত্রকে বাড়ি থেকে বের করে তাড়িয়ে দেয় । এতে সে গুরতর আহত হন। স্থানীয় লোকজনের সহোযোগিতায় শিশু পুত্রকে পিতার বাড়িতে আশ্রয় নেয় আহত সোনিয়া। ভুক্তোভোগীর শহর আলি সরদার সাংবাদিকদের জানান,তার জামাই রাজু শেখ মেয়ে বেদম মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, হতদরিদ্র পরিবার হওয়ায় নিজ বাড়িতে রেখে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা দেয়া হচ্ছে। এব্যাপারে উপযুক্ত আদালতে মামলা দায়েরর প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics