Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ায় ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

 

খুলনা ডুমুরিয়ার ধামালিয়া ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনির নিয়োগ প্রক্রিয়ায় চরম অনিয়ম ও আয়া পদে আসমা খাতুনকে ১৬ বছর ফ্রি কাজ করানোর পরও নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ই মার্চ সকাল ১১টায় উপজেলার ধামালিয়া ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন ধামালিয়া চেঁচুড়িয়া সড়কে ধামালিয়া গ্রামের সর্বসাধারণ ও বিদ্যালয়ের সাবেক / বর্তমান ছাত্রছাত্রীদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে, সমাজ সেবক মোহন বিশ্বাসের সভাপতিত্বে, ফুলতলা এম এম কলেজের প্রভাসক বিএম বেলাল হোসেনের সঞ্চালনায়।
ভুক্তভোগী আসমা খাতুন কান্না বিজড়িত কন্ঠে বলেন আমি দীর্ঘ ১৬ বছর কাজ করছি বিনা পারিশ্রমিকে আমাকে নিয়োগ দিবে বিধায়।আমার কাছে স্কুল কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাস ও প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র মন্ডল ১০ লক্ষ টাকা দাবি করে আমি কোন উপায় না পেয়ে তাদেরকে ৭লক্ষ টাকা দিতে চাইলে তারা সেটা প্রতাখ্যান করে। মনিরা খাতুন নামে অন্য একটি মেয়েকে ১২ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করে আসমা খাতুন বলেন আমাকে পুনরায় নিয়োগ বোর্ডের মাধ্যমে চাকরিটা ফিরিয়ে দিন,তা-না হলে আত্মহত্যা করবো। এবং আমার আত্মহত্যার জন্য দায়ী থাকবে স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক।

এসময় বক্তব্যে রাখেন ধামালিয়া ফারাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য শাহবুদ্দিন মোড়ল,প্রভাত কুন্ডু,রেজাউল মোড়ল,নাসরিন খান লাকি,উপজেলা যুবলীগ নেতা খান তোহিদুজ্জামান রাতুল,কোস্টকার্ড সদস্য কামরুল ইসলাম,প্রাক্তন ছাত্র ও ইউপি সচিব রানা মোড়ল,প্রাক্তন ছাত্র ইমরুল কায়েস,মুরাদ বিশ্বাস,মোজাফফর সরদার,ফারুক সরদার,হামিদ বিশ্বাস,রাতুল শেখ,নুর আলম প্রমুখ।

বক্তারা এসময়ে স্থানীয় এমপি,খুলনা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষন করে বলেন মোটা অংকের টাকা উৎকোচ গ্রহনকারী
বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আব্দুল হালিম বিশ্বাসের পদত্যাগ ও স্কুল প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র মন্ডলের অপসারণসহ আসমা খাতুনকে পুনরায় নিয়োগ দেওয়ার আহবান জানান।

Daily Frontier News