Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে নারীর উপর হামলা

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

 

পূর্ব শত্রুতার জের ধরে খুলনার ডুমুরিয়া গুরুরান বেগম (৪৮) নামে এক নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলার গোনালী এলাকায় নিজ বাড়ী সংলগ্নে এই হামলা শিকার হন তিনি। ১লা জুলাই আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার (৪ জুলাই) ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী গুরুরান বেগম।
অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে খুলনার,ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের বাসিন্দা লুৎফর শেখর স্ত্রী গুরুরান বেগমের সঙ্গে একই গ্রামের বাসিন্দা অভিযুক্ত মোঃ মোক্তার হোসেনে মোড়লের পুর্ব থেকে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ মোক্তার হোসেনে মোড়ল। গুরুরান বেগমের বসত বাড়ির উত্তর পার্শ্বের সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে। এসময় গুরুরান বেগমকে একা পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন গুরুরান বেগম গালিগালাজের প্রতিবাদ করলে।তার উপর ক্ষিপ্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি ও লাথি মেরে আহত করে। এছাড়াও তাকে হত্যার উদ্দেশ্য উচু করে ধরে সজোরে মাঠিতে ফেলে দেয়। যার ফলে মাথা,ঘাঢ় ও মাজায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তখন তার আত্মচিৎকারে স্থানীয় আল মামুন শেখ,মাছুরা বেগম,মুর্শিদা বেগম ঘটনাস্থলে এগিয়ে আসলে, মোঃ মোক্তার হোসেন মোড়ল বিভিন্ন ধরনের ক্ষয়-ক্ষতির হুমকি দিয়ে দ্রুত ঘঠনাস্থাল ত্যাগ করে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে করে।
এ বিষয়ে মোক্তার হোসেন মোড়ল”র কাছে জানতে চাইলে তিনি বলেন, ঝগড়াঝাটির ঘটনা সত্য তবে আমি তাকে মারিনি।
এ ব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Daily Frontier News