Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ায় জমি জবরদখলের ঘটনায় থানায় অভিযোগ

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

 

খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়ায় বিবাদমান সম্পত্তির জবরদখলের ঘটনায় বাঁধা দেওয়ায় হুমকি-ধামকি, মারপিট ও পুনর্দখলের আশংকায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে।

অভিযোগে জানানো হয়, বরাতিয়ার মৃত কালিপদ রায়ের ছেলে সত্য রঞ্জন রায়ের স্থানীয় কুলবাড়িয়া বরাতিয়া মৌজায় ২৭৩৭ খতিয়ানে ৫৯৯৪ দাগে ১ একর সম্পত্তির মধ্যে ০.২০ একর জমি নিয়ে স্থানীয় বরাতিয়া এলাকার মৃত নির্মল বিশ্বাসের দু’ছেলে সমির বিশ্বাস (৩০) ও বিকাশ বিশ্বাস (২৫) এর সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। যার সূত্র ধরে তারা প্রায়ই সত্যপদকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। যার সূত্র ধরে তারা গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত পরিচয় লোকদের সাথে নিয়ে তার নামীয় ও ভোগদখলীয় ০.২০ একর জমিতে জোরপূর্বক ভেড়ী বাঁধ দিতে থাকে। বিসয়টি দেখতে পেয়ে সত্যপদ তাদেরকে ভেড়ি বাঁধ দেওয়ার কারণ জানতে চাইলে তাকে গালি-গালাজ ও মারপিট করতে উদ্যত হয়।

সর্বশেষ ফের জবরদখলের ঘটনায় শান্তি-শৃংখলা ভঙ্গের আশংকায় সত্যরঞ্জন রায় বাদী হয়ে সমির ও বিকাশের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।

এব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Daily Frontier News