Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ার ঘোষড়ায় খোলা জায়গায় মল-মুত্র ত্যাগ, স্বাস্থ্য ঝুঁকিতে একাধিক পরিবার!

 

 

মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।।

 

 

ডুমুরিয়ায় খোলা জায়গায় মল-মুত্র ত্যাগ করার কারনে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে একাধিক পরিবার। উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নে ঘোষড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আজ সোমবার দুপুরে এঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আজিজুর রহমান সরদার বাদী হয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে বাহারুল ইসলাম শেখ অপরিকল্পিত ভাবে যেনতেনো কায়দায় একটি টয়লেট তৈরি করে তার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ ব্যাবহার করে আসছেন। আর সেফটি ট্রাংঙ্কি না থাকার কারণে খোলা জায়গায় গিয়ে পড়ছে মল মুত্র। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় পরিবেশের মারাত্বক দূষণ হচ্ছে। মশামাছি জীবানু বিস্তার করে খাদ্য দ্রব্যের পড়ে বিভিন্ন পানি বাহিত রোগসহ শিশু ডাইরিয়া প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অভিযোগকারি পরিবার সহ আশপাশে একাধিক পরিবার রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। তাছাড়াও সম্প্রতি বিতর্কিত ওই জায়গাটি পরিমাপের মাধ্যমে বাদীর অনুকূলে রয়েছে বলে জানাগেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান জানান,ঘটনার সত্যতা প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ গ্রহন করা হবে।

Daily Frontier News