নরসিংদী থেকে বাবুল ঃ
অদ্য বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রি:) রাত ২০ঃ৪৫ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন, বিলাসদী সাকিনস্থ আল্লাহ চত্বর সংলগ্ন মেসার্স আবুল কাশেম এন্টারপ্রাইজ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি, নরসিংদীর এসআই মোহাম্মদ গনি মিয়ার নেতৃত্বে একটি টিম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন আঃ রহমান (৩১) পিতা-মোঃ মিরাজ আলী, মাতা- রমিছা খাতুন, সাং- কামালপুর, থানা- ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর আঃ রহমান এর বিরুদ্ধে ইতোপূর্বে ২টি মামলা রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics