Daily Frontier News
Daily Frontier News

জয়পুরহাটে ব্যাংক চালান ও কাগজপত্র জাল জালিয়াতির দায়ে আইনজীবী কারাগারে

 

আব্দুল্লাহ বুড়িচং কুমিল্লা 

বিশেষ প্রতিনিধি।।

 

একটি ব্যাংক চেক ডিজওনয়ার মামলায় ব্যাংকের চালান জালিয়াতি করে আসামীর জামিন করার দায়ে জয়পুরহাট আদালতের আইনজীবী আনিছুর রহমানকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নীশিথ রঞ্জন বিশ্বাস এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, সোহেল রানা নামে এক ব্যাক্তির বিরুদ্ধে চেকের টাকা পাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন এক জন পোল্ট্রী ফিড ব্যবসায়ী। সেই মামলায় কারাগারে থাকা আসামী সোহেল রানাকে জামিনে মুক্ত করার জন্য আইনজীবী আনিছুর রহমান, ১জন কারারক্ষী, ও ১ জন আইিনজীবি সহকারিসহ ৬ জন যোগসাযোশ করে ব্যাংকের চালান ও অন্যান্য কাগজ পত্র করে জাল জালিয়াতি করেন। সেই জালিয়াতি করা সে সব ভূয়া কাগজ পত্র আদালতে উপস্থাপন করে সোহেল রানাকে জামিনে মুক্ত করানো হয়।
পরে সোহেল রানার বিরুদ্ধে করা মামলার (পাওনাদার) বাদী ও ব্যাংকের সন্দেহ হলে তারা বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান। গোয়েন্দা পুলিশ তদন্ত করে আইনজীবী, মুহুরি ও কারারক্ষীসহ ৬ জনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা করে। এ ঘটনায় অন্যান্য আসামীরা গ্রেফতার হলেও আইনজীবী আনিছুর রহমান ভারতে পলাতক ছিলেন। সোমবার জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবি আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Daily Frontier News