জয়পুরহাট প্রতিনিধিঃ
. ৯ই জুন ২০২৩ইং জয়পুরহাটে ১০২০ লিটার দেশি চোলাই মদসহ উত্তম কুমার কুর্মি নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার সকালে জয়পুরহাট সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকা থেকে তাকে আটকরা হয়। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক উত্তম কুমার কুমি জয়পুরহাট সদর উপজেলার পালি কুর্মিপাড়া গ্রামের সুরেন কুর্মির ছেলে।
ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আটক উত্তম কুমার কর্মি দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। সদর উপজেলার পালি কুর্মিপাড়া এলাকায় মাদকের বেচা-কেনা হচ্ছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ১০২০ লিটার দেশি চোলাই মদসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, উত্তম কুমার কুমি দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি করে বিভিন্ন উপায়ে অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়লো।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমার
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics