Daily Frontier News
Daily Frontier News

ছাতকে নৌ-পথে চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশের এস‌পির মাইকিং করে হুশিয়ারী

 

 

মীর আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-

 

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে চাঁদাবাজি, অ‌বৈধ ড্রেজার দি‌য়ে বালু ও পাথর উ‌ত্তোলনকারী, ডাকাতি, মাদক পরিবহন ও চোরাচালান বন্ধে পুলিশের মাইকিং করে । দীর্ঘদিন থেকে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছে প্রভাবশালী বিভিন্ন চক্ররা । নদীতে চাঁদাবাজ মুক্ত রাখতে সুরমা নদীতে নৌকা যোগে মাইকিং করেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন। নদীতে চলাচলরত কোন নৌযানে চাঁদাবাজী করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করবেন মর্মে হুশিয়ারি উচ্চারণ করা হয়। পাশাপাশি তিনি নদীতে চাঁদাবাজ মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। মাইকিং কালে নৌ পু‌লিশ ফা‌ড়ি ইনচার্জ আ‌নোয়ার হো‌সেন, ছাতক নৌ প‌রিবহন ব‌্যবসা‌য়ী স‌মি‌তি সভাপ‌তি নজরুল ইসলাম চৌধুরী, ছাতক পাথর ব‌্যবসা‌য়ী সমবায় স‌মি‌তি সভাপ‌তি শাসছু মিয়া, পাথর ব‌্যবসা‌য়ী স‌মি‌তি সভা‌পতি হাজী ফজলু মিয়া, সাধারন সম্পাদক আবুল হাসান ও সা‌লেক মিয়াসহ পুলিশ সদস্যরাসহ এলাকার নানা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন। প‌রে ছাতকস্থ নৌ পু‌লিশ ফা‌ড়ি অ‌ফি‌স ক‌ক্ষে নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন স‌ঙ্গে নৌ প‌রিবহন, পাথর ও বালু উ‌ত্তোলনকারী ব‌্যবসা‌য়ি‌ ও শ্রমিক‌দের স‌ঙ্গে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্টিত হ‌য়। নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন ব‌লেন, সুুরমা নদীতে চাঁদাবাজি বন্ধের জন্য ছাতক নৌ-পুলিশের পাশাপাশি থানা পুলিশ, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং চাঁদাবাজির নৌকাসহ চাঁদাবাজদেরকে আটক করা হলেও বর্তমানের ছাতক সুরমা নদী নৌপথে-কয়েকটি পয়েন্টে চাঁদা বন্ধ আছে। নৌপথে-চাদাঁবাজি বন্ধের লক্ষে পুলিশ কঠোর অবস্থানে থা‌কে ব‌লে তি‌নি হু‌সিয়ারী দেন।##

Daily Frontier News