চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
গত ১০ জুন পরিবারের সম্মতিতে সাইফুলের সঙ্গে ফাতেমাতুজ জোহরা রোকসানার বিয়ে হয়
গত ১০ জুন পরিবারের সম্মতিতে সাইফুলের সঙ্গে ফাতেমাতুজ জোহরা রোকসানার বিয়ে হয়।
বিয়ের ৩ মাসের মাথায় কুমিল্লার চৌদ্দগ্রামে ফাতেমাতুজ জোহরা রোকসানা (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।
এই ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী সাইফুল ইসলামকে প্রধান করে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর রাতেই স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ আলকরা ইউনিয়নের উত্তর কাইছুটি গ্রামের মো. আবুল বশরের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত স্বামী সাইফুল চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর খাঁ বাড়ির মৃত সৈয়দ আহমেদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুন পরিবারের সম্মতিতে সাইফুলের সঙ্গে ফাতেমাতুজ জোহরা রোকসানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইফুল ও তাঁর পরিবারের লোকজন যৌতুকের দাবিতে নববধূ রোকসার ওপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছিলেন। শুক্রবার বিকেলে সাইফুল তাঁর শ্বশুরের মোবাইলে কল করে রোকসানার অসুস্থতার কথা বলেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান। পরে তাঁর শ্বশুর বাড়ির লোকজন হাসপাতালে গিয়ে রোকসার মরদেহ দেখতে পান। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত গৃহবধূর বড় বোন রাশেদা আকতার বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় সাইফুর আমার বাবার মোবাইল কল দিয়ে বলেন, ‘‘রোকসানার অবস্থা খারাপ। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ ’ আমরা খবর পেয়ে দ্রুত চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে এসে জোহরার মরদেহ পড়ে আছে।’
রোকসানার মা হোসনে আরা বেগম অভিযোগ করে জানান, বিয়ের পর দিন থেকে যৌতুকের জন্য তাঁর মেয়ের ওপরে নির্যাতন শুরু হয়। এরই জের ধরে তাঁর মেয়ের হাতের মেহেদীর দাগ মুছে যাওয়ার আগেই শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে স্বামী সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ রাতেই স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics