স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের হামলায় উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা হকিষ্টিক দিয়ে তার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করেছে। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩ঘটিকায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে ঘটনাটি ঘটে।
সন্ত্রাসী হামলায় আহত শাহজালাল মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে পাশ^বর্তী গোপালনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে আসার পথে চিহ্নিত সন্ত্রাসী মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে। এসময় প্রত্যেকের হাতেই হকিষ্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল।
আমার গাড়িতে আমি এবং ড্রাইবার ব্যতিত কেউ ছিলনা। সন্ত্রাসীদের হামলায় আমি দৌড়ে নালঘর বাজারের পাশ^বর্তী সামাদ মেম্বারের বাড়িতে আশ্রয় নিই। এসময় সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে। পরে স্থানীয় জনতা একত্রিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় তিনি আরও বলেন, মনিরুজ্জামান জুয়েল বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। জেলা এবং উপজেলা বিএনপি’র শীর্ষ নেতাদের সাথে তার চলাফেরা। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে কিন্তু রহস্যজনক কারণে গ্রেফতার হয়না সে। এছাড়াও তার কাছে আমেরিকার তৈরি একটি ষ্টেনগান রয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics