আব্দুল জাহির মিয়া চুনারুঘাট থেকে ঃ
১৭ই সেপ্টেম্বর রাতে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের ঘাটাশাল এলাকা থেকে ১০ কেজি গাঁজাহস দুইজন কে আটক করা হয়েছে।এস আই হিমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে।
আটক কৃতরা হলো বিশ্বনাথ সাওতাল (৪৫) পিতা মৃত হবিভক্ত সাওতাল। মাখন সাওতাল (৩৫) পিতা কৃষ্ণভক্ত।
এদিকে অন্য এক অভিযানে চুনারুঘাটের পূর্ব উবাহাটা গ্রাম থেকে জাহির আলীর মেয়ে মাদক সম্রাজ্ঞীর ঝুনা আক্তারকে ৬০ পিচ ইয়াবাসহ নিজ বসত ঘর থেকে আটক করে পুলিশ ।আটককৃত ঝুনা আক্তারের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে সে চুনারুঘাট উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলি আশরাফ কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে জিরো টলারেন্স নীতি রয়েছে সেই নীতি বাস্তবায়নে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে থাকবে।।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics