Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাটে সাংবাদিক জুবায়েরকে কুপিয়ে আহত

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-

 

হবিগঞ্জের চুনারুঘাটে সাংবাদিক মীর জুবায়ের আলমকে কুপিয়ে আহত করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের সতং রাস্তার মুখে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের দালাল উপজেলার নয়ানী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) সাংবাদিক জুবায়েরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করে আহত করে।
পরে লোকজন তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিক মীর জুবায়ের আলম বাল্লা সীমান্ত সংবাদে একটি ভিডিও আপ করেন।
এ নিয়ে ক্ষিপ্ত হয়ে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের কর্মরত মাহমুদুল হাসানের প্রত্যক্ষ মদদে সেটেলমেন্ট অফিসের দালালদের দিয়ে তার ওপর হামলা করান বলে সাংবাদিক মীর জুবায়ের আলম জানিয়েছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Daily Frontier News