মোঃ সামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর সভায় ৮ নং ওয়ার্ড বহিপাড়া গ্রাম থেকে গরু চুরি করার সময় গ্রামবাসীর তাড়া খেয়ে অনিক বিশ্বাস (,৩০) পিতা হারুন বিশ্বাস কুমারখালী কুষ্টিয়া এক পেশাদার গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে তিনটার সময় তাকে আটক করা হয়। গরুর মালিক টেক্কা জানান, বসতবাড়ি আমার জানালার পার্শ্বেই গোয়াল ঘর আমি প্রতিদিন রাতেই মাঝে মধ্যে জানালা দিয়ে গরু দেখতেই থাকি। কিন্তু আজ রাত আনুমানিক তিনটার দিকে জানালা দিয়ে দেখি আমার গোয়াল ঘরে ঢুকে তিনটি গরুর মধ্যে একটি গরু খুলছে এর ভিতরে আমি বাড়ি থেকে বের হয়ে। চোরের পিছু পিছু লাইট নিয়ে ছুটতে থাকি। এবং চিৎকার করি,এলাকায় আমার ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে কিছু দূরে শসা ক্ষেত থেকে আটক করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান,ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় ও চোরকে উদ্ধার করা হয়। তাকে বর্তমানে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে সুস্থ হলে তার বিপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics