মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনা ডুমুরিয়ায় স্লুইস দিয়ে অবৈধ লবন পানি উত্তলন করে বোরো ধান নষ্ট করার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) বেলা ১২টায় উপজেলার মাগুরখালী ইউনিয়নের গজালিয়া স্বার্বজনীন পূজা মন্দির
সংলগ্ন চিত্রামারী গজালিয়া সড়কে, উপজেলার চার গ্রামের বোরো ধানচাষীদের আয়োজনে,সমাজ সেবক সুজিত মন্ডলের সভাপতিত্বে,হাজারো নারী পুরুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী
মানববন্ধন ও প্রতিবাদ সামাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আট-লিয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এ্যড প্রতাপ কুমার রায়,উক্ত গ্রামের কৃষক কৃষাণীসহ স্থানীয় সুধীজনরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে সমাজ সেবক সুজিত মন্ডল ও এ্যড প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের ১৭/১ পোল্ডারের স্লুইজ গেটটি মাটি ভরাট করে লোনা পানি উত্তোলন বন্ধ করেন।
এসময় স্থানীয় বোরো চাষীরা অভিযোগ করে বলেন, আমাদের ইউনিয়নের কয়েকটি গ্রামে ইরি মৌসুমে।
গাজলিয়া স্লুইস গেটটি আটকে বাঁধ দিয়ে মিস্টি পানি সংরক্ষণ করে ধান চাষ করে আসছিলাম।
কিন্তু প্রভাবশালী ঘের মালিকরা সেই
বাঁধটি কেটে দেওয়ায় ধানের জমিতে লবণ পানি প্রবেশ করছে। চিংড়ি চাষের জন্য ওঠানো লবণ পানিতে পচে যাচ্ছে কৃষকের কষ্টের ফসল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুফল না পেয়ে আজ আমরা গ্রামবাসী মিলে স্লুইচ গেটটিতে বাঁধ দিয়ে আটকিয়ে লবণপানি উত্তোলন বন্ধ করছি।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics