Daily Frontier News
Daily Frontier News

কৃষক আরিজুল মোড়ল মার্ডার না হতে হতে টাকা পয়সা আত্মসাৎ করলেন ভাইপো এমন অভিযোগে এলাকায় বাসির

 

 

আল-আমিন সর্দার স্টাফ রিপোর্টারঃ-

 

সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৯ নম্বর খলিশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাশিয়াডাঙ্গার কৃষক আরিজুর মোড়ল মার্ডার না হতে হতে অর্থ আত্মসাৎ করলেন মেজ ভাই আবুল মোড়ল ও তার ছেলে পিয়াস মোড়ল এমন অভিযোগে এলাকায় বাসির

এ ব্যাপারে এলাকাবাসী জানান কাশিয়াডাঙ্গার কৃষক আজিজুর মোড়ল মার্ডার হন সাত থেকে আট মাস আগে মামলাও চলছে সাতক্ষীরার কোটে কিন্তু তার মাডারের ১০ থেকে ১৫ দিন না যেতে যেতে চার থেকে পাঁচ লক্ষ টাকার গাছ ও অন্যান্য সম্পদ দখল দিয়ে রেখেছেন তার মেজ ভাই আবুল মোড়ল ও তার ছেলে পিয়াস মোড়ল আমরা মনে করছি এই অর্থ সম্পদ জন্য আজ আরিজুল মোড়ল মার্ডার হয়েছে এবং সে আবুল মোড়ল ছেলে পিয়াস মোড়লের চলাফেরা আজিজুল মোড়লের শত্রুদের সাথে কারণটা কি আমরা বুঝতে পারতেছি না আমরা এলাকাবাসী আরিজুল মোড়ল হত্যার যারা জড়িত আছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নয় নম্বর খলিশখালী ইউনিয়নের চেয়ারম্যানের মোল্লা সাব্বির হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন আরিজুল আমাদের একজন ওয়ার্কার্স পার্টি নেতা তার মার্ডারে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি এবং আমি শুনছি তারা অর্থ সম্পদ তার মেজ ভাই আবুল মোড়ল ও আবুল মোড়ল ছেলে পিয়াস মোড়ল নাকি সব দখল করে রেখেছে কারণটা কি আমি তো বুঝে উঠতে পারছি না।

এ ব্যাপারে আবুল মোড়ল ও তার ছেলে পিয়াস মোড়লের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোন প্রশ্নের উত্তর দিতে চাই না

Daily Frontier News