মোহাম্মদ জানে আলমঃ-
গোপন সংবাদের বৃত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়িতে এস.আই ইয়ামিন সুমনের নেতৃত্বে
এ.এস.আই পলাশ বড়ুয়া, এ.এস.আই বায়োজিতসহ সঙ্গীয় সহায়তায় অভিযান চালিয়ে
কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর উত্তর পাড়ার শাহিন মিয়ার ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ(২২)কে ১৬কেজি গাঁজা ও ৬বোতল হুইসকিসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এবিষয়ে কোতয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের তৎপরতা পূর্বক অতীতের ন্যায় অভিযান অব্যহত রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics