Daily Frontier News
Daily Frontier News

কুমিল্লা উত্তর দুর্গাপুর এ পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ টাকা

 

 

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর ইটালির মার্কেট সংলগ্ন এলাকায় মৃত গফুর মেম্বারের বাড়িতে আজ ভোর চারটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায় ভোর চারটায় হঠাৎ তিনটি বাড়িতে যখন ৮০% পড়ে যায় ঠিক তখনই হঠাৎ ঘুম ভাঙ্গে ভাড়াটে পিতুস দত্তের।ঘুম ভাঙ্গার আগুন দেখতে পেয়ে উনি আশেপাশের মানুষজনকে ডাকাডাকি করে আগুন নিভানোর চেষ্টা করেন। তারপর তাৎক্ষণিক এলাকার স্থানীয় ইউপি সদস্য জনাব খায়রুল ইসলাম খায়ের মেম্বারকে ফোন দিয়ে অবগত করলে মেম্বার সাহেব ফায়ার সার্ভিসকে জানান এবং ১৫/২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এই সেই সময় চারটি বসতঘরের সবকিছু পুড়ে ছাই। পরে পিতুস দত্ত বলেন এই এলাকা আমি ১৪ বছর যাবত বসবাস করতেছি কারো সাথে আমার কোনদিন ঝগড়াঝাঁটি অথবা কারো সাথে কোন খারাপ ব্যবহার আমি করিনি কিন্তু গত কয়েক মাস যাবত একটি মহিলার অনৈতিক কার্যকলাপ দেখে ফেলায়,আমার পিছনে দুই থেকে তিনজন লোক প্রতিনিয়ত লেগেই আছে। বিভিন্ন সময় আমাকে হুমকি দেয় এবং দুই থেকে তিনবার আমাকে ডেকে নিয়ে মারধর করেছে। যে বিষয়টি স্থানীয় মেম্বার অবগত আছেন। আমি ধারণা করছি যে কোন ইলেকট্রিক শর্ট অথবা গ্যাস থেকে আমার বাড়িতে আগুন লাগেনি আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে। এটা আমি দাবি করছি সেই সাথে আমার এবং আমার পাশে যিনি ইলেকট্রনিক্স ব্যবসা করেন ওনার গোডাউন ছিল একটি রুমে। উনার প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আমাদের ঘরে থাকা পয়সা স্বর্ণালংকার সবকিছু মিলে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে আমরা যেন এর সঠিক বিচার পাই। এদিকে আরেকজন মো: জুয়েল মিয়া বলেন আমি ইলেকট্রনিক্স এর ব্যবসা করি ব্যবসার সুবাদে আমি বিভিন্ন সময় মালামাল এনে আমার একটি রুমে রাখি। আজ ভোর ৪টায় যে আগুনটি লেগেছে এ আগুনে আমার ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আমার ঘরের আসবাবপত্র সবকিছু পুরো ছাই হয়ে গিয়েছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আশা করছি। এই মুহূর্তে আমাদের সামনে বাড়ার মত কোন অবস্থা আর নেই নিঃস্ব হয়ে গিয়েছি আমরা। এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন জনাব খায়রুল ইসলাম খায়ের মেম্বার বলেন ৪.৩০ মিনিটে আমি যখন কল পাই তখন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেই এবং ফোন দেওয়ার পনের থেকে ২০মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে। এসে আগুন দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিভাতে ঐ হয়েছে।তবে ততক্ষণে তিনটি ঘরের সব পুড়ে ছাই। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮ থেকে ২০ লক্ষ টাকা। ভুক্তভোগী আমাদের কাছে জানিয়েছে পূর্ব শত্রুতার জেরে এমনটা ঘটিয়েছে তবে আমরা খতিয়ে দেখব দেখে যদি এমন কিছু হয়ে থাকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

Daily Frontier News