Daily Frontier News
Daily Frontier News

কয়রায় নদীর চরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার/মেরামত করার প্রতিবাদে মানববন্ধন

 

 

(শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি)

খুলনার কয়রার ৬নং কয়রা গ্রামের শাকবাড়ীয়া নদীর চরের গাছ কেটে ও বৃহৎ আকারের ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার/মেরামত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ৬ নং কয়রা গ্রামবাসী।
১৯ মার্চ , রবিবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধনে এলাকাবাসীর দাবী উপকূলীয় অঞ্চল কয়রায় ঘুর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস মোকাবেলায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণ অতীব জরুরী। এলাকাবাসীর দাবী দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ করা হউক। কিন্তু বেড়ীবাঁধ সংস্কার/মেরামতের নামে বেড়ীবাঁধ রক্ষাকারী চর বনায়নের গাছ কেটে বন উজাড় করে ও বৃহদাকার ভেকু মেশিন দিয়ে চরের মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার/ মেরামত করলে দ্রুতই চর নদী-ভাঙ্গনের কবলে পড়বে বিধায় ভেকু মেশিন দিয়ে মাটি না কেটে লেবার দিয়ে ঝুড়ি-কোদাল দিয়ে মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার/মেরামতের জোর দাবী জানিয়েছে।
মানববন্ধনকারী চঞ্চলা রাণী বলেন, বেড়ীবাঁধ সংস্কার/মেরামত করা হোক আমরা অবশ্যই চাই। তবে নদীর চরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নয়। কারণ নদীর চরের গাছ কাটলে দ্রুতই নদী- ভাঙ্গনের কবলে পড়তে হবে। তাই আমরা চাই লেবার দিয়ে ঝুড়ি-কোদাল দ্বারা বেড়ীবাঁধ সংস্কার/মেরামত করা হোক।
তুষার রায়, বিশ্বজিৎ গাইন, দেবেন গাইন, প্রশান্ত মণ্ডল, আবুল হোসেন মল্লিক, শহিদুল মোল্যা, নিশিকান্ত গাইন, বিনন্দ মণ্ডল, জয়ন্তী মণ্ডল, দেবেশ মণ্ডল, ভবেশ গাইন সহ সকল মানববন্ধন কারী একই কথা বলেন যে, নদীর চরের গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার/ মেরামত করা যাবেনা। ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার/ মেরামত করতে গেলে নদীর চরের গাছ না কেটে মাটি কাটা যাবেনা। তাই আমাদের জোর দাবী ভেকু মেশিন দিয়ে মাটি না কেটে লেবার দিয়ে ঝুড়ি-কোদাল দ্বারা মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার/ মেরামত করার অনুরোধ জানাচ্ছি।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ভেকু মেশিন দিয়ে চরের মাটি কাটতে গেলে এলাকাবাসী বাধা প্রদান করে বলেন, কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম ও কয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম এলাকা পরিদর্শন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বলেছেন। তাই ওনারা না আসা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
উল্লেখ্য ৬নং কয়রা গ্রামের সমরেশ রায়ের বাড়ীর সামনে থেকে পরিমল মণ্ডলের বাড়ী পর্যন্ত মোট ১কিলোমিটার রাস্তা বিপ্লব এন্টারপ্রাইজ ঠিকাদারি নিয়ে স্থানীয় মেম্বর হরেন্দ্র নাথ সরকার কাজের তদারকি করছেন এবং তিনিই জনগণের দাবীকে উপেক্ষা করে জোর পূর্বক গাছ কেটে ও ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেড়ীবাঁধ সংস্কার মেরামত করতে উঠেপড়ে লেগেছেন।
এলাকাবাসী এ ব্যাপারে সিডিউল অনুযায়ী কাজ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Daily Frontier News