সিলেট প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরের এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে তার লাশ একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়।নিহত কিশোরীর নাম দিপা সিংহ (১৪)। সে কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে এবং তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের মালিকানাধীন দুলিয়ারবন্দস্থ বাসায় ভাড়া থাকতো দিপাসহ তার পরিবারের লোকজন।সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা সম্রাট তালুকদার জানান, দিপা বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে তার নিজ কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাসার পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে পাওয়া যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে তাজপুরস্থ একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক দিপাকে মৃত ঘোষণা করেন।ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন জানান, দিপার পরিবারের লোকজন বৃহস্পতিবার সকালে নিহতের লাশ থানায় নিয়ে আসেন। পরে লাশ ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। দিপা ওই ভবনে কিভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নিহত দিপার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics