সিলেট প্রতিনিধি:
ওসমানীনগরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের বশর উদ্দিন (৫৫), তার স্ত্রী ফুলতেরা বেগম (৪৮) ও ছেলে লিখন মিয়া (২২) ও মালেক মিয়া (২৮), গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের তখলুছ শিয়া (৫০), আলকাছ মিয়া (৩৫), সুজিনা বেগম, তাজপুরের খাশিপাড়া গ্রামের আখলাকুর রহমান সোহেল (৩৫) ও লালকৈলাশ গ্রামের সমরাজ আলী (৩২)।জানা যায়,গত বৃহস্পতিবার রাতে ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিনের দিক নিদের্শনায় এসআই সুজিত চক্রবর্তী,খবির উদ্দিন, সুবিনয় বৈদ্য ও মিন্টন দে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতার করেন। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠান।ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics