Daily Frontier News
Daily Frontier News

এই প্রথম দুই সহকামী বিবাহের সাক্ষী রইল কলকাতা।।

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

আজ কলকাতার একটি অভিজাত হোটেলে জাকজমক ভাবে রেজিস্ট্রেশন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই সহকামী। যা পশ্চিম বাংলার ইতিহাসে এই প্রথম। সেই সাথে কলকাতা শহরের বুকে এই প্রথম। এদিন দুই সহকামী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা হলেন প্রখ্যাত কমিউস ডিজাইনার শ্রী অভিষেক রায় ও ডিজিটাল মার্কেটিং অফিসার চৈতন্য শর্মা। চৈতন্য শর্মা র বাড়ি গুরু দামে। এই বিবাহ কিন্তু ভারতের সরকার মান্যতা দেয়না। এবং এটি সামাজিক ভাবে মেনে নেন না। তবুও কিছু কিছু ক্ষেত্রে এই সহকামী বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ঘটনা দেখা গেছে সমাজে। ভারতের সর্বোচ্চ আদালত ও এই সামাজিক বিবাহ বন্ধন কে মান্যতা দেয়না। আজকের এই ঘটনার পর কিছু কিছু ক্ষেত্রে এবং সহকামী ব্যাক্তিদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার ঘটনা বৃদ্ধি পাবে বলে মনে করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের বহু বন্ধুবান্ধব। তারা যথারীতি ভূরিভোজ করে হাতের কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করছেন। এবং এই নব সহকামী দম্পতি কে আশির্বাদ দিয়েছেন।।

Daily Frontier News