ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট ঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বুধন্তি ইউনিয়নের যুবলীগের সম্মেলনকে ঘিরে নেতাদের মনে চরম ক্ষোভ ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিদেশে থেকেও তালিকাতে নাম থাকায় এলাকায় নানান গুঞ্জন শুনা যাচ্ছে । ২৩শে সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে সম্মেলন হলেও ওই দিন কোন কমিটি ঘোষনা করা হয় নাই। ফলে প্রার্থীদের মনে চরম ক্ষোভ বিরাজ করেছে। ১০ই অক্টোবর ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষনা করা হলে দেখা যায়, উক্ত তালিকায় সভাপতির পদ প্রার্থী সুমন চৌধুরী, আল মামুন ও হাফিজুর রহমান উজ্জলের তালিকাতে নাম নেই। তাছাড়াও সাধারণ সম্পাদক পদ প্রার্থী আবু সুফিযান ও নুর মোহাম্মদ খান এদের কারো নাম নেই।
. ঘোষিত তালিকায় শিব্বির আহমেদ চৌধুরী সম্মেলনের আগেই দেশের বাহিরে চলে যায় আর কমিটি ঘোষনা করেছেন সম্মেলনের ১৫ দিন পর কিন্তু তাকে সহ সভাপতি পদে রাখা হয়েছে। তারা মনে করছে, উপজেলা যুবলীগ টাকার বিনিময়ে উক্ত কমিটি ঘোষনা করছেন। উক্ত তালিকায় সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েও উক্ত পদ পাওয়ায় বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, সহ সভাপতি আশিকুর রহমান আশিক ও আবুল হাসনাত খোকন উক্ত পদ থেকে পদত্যাগ ঘোষনা করেন।
. এ ব্যাপারে উক্ত ইউনিয়নের বাসিন্দা ও জেলা আওয়ামীলীগের সদস্য কাজী হারিছুর রহমান দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ কে জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ মুক্তিযুদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশনা অমান্য করে উপজেলা যুবলীগ মনগড়া মত কমিটি ঘোষনা করেছেন। তারা সম্মেলনের দিন কমিটি ঘোষনা না করে পরে ঘোষনা করায় স্থানীয় নেতাদের সন্দেহের কারন হয়েছে।
. এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বার বার ফোন করেও পাওয়া যায় নাই।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics