Daily Frontier News
Daily Frontier News

আশুগঞ্জ উপজেলার তালশহরসহ আশপাশের এলাকায় মাদকের সাথে পাল্লাদিয়ে বাড়ছে চুরি-ছিনতাই।

 

 

 

মোঃ সাইফুল ইসলাম, আশুগঞ্জ সংবাদদাতা :-

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রাম সহ বিভিন্ন স্হানে, পবিত্র ঈদুল আজহা’কে সামনে রেখে চলছে চুরি ছিনতাই , আর – হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য। একটি চক্র জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর, এলাকাসহ বিভিন্ন গ্রামে সরবরাহ করছে মাদক। ওই চক্র উপজেলার বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় প্রভাব বিস্তার করে হয়ে উঠছে শক্তিশালী। অনেকটা অবাদেই সরবরাহ করছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ রকমারি মাদক। এসবে ছেয়ে গেছে গোটা এলাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব মাদকদ্রব্যের বেশিরভাগ ক্রেতাই হচ্ছে বেকার যুবক। যুবকদের বেশির ভাগই মাদক গ্রহণে হয়ে ওঠছে উৎসাহী। পরিণামে সর্বস্ব খুইয়ে এরা অল্প বয়সেই পথে বসে যাচ্ছে। উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বললে তারা জানান, মাদকের সাথে পাল্লাদিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম-পাড়া মহল্লায় ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। আর এসবের মূলে রয়েছে মাদক। মাদকদ্রব্যের বেশিরভাগ ক্রেতাই হচ্ছে বেকার যুবক। তারা মাদকের অর্থ জোগাড় করতে সম্পৃক্ত হচ্ছে অপরাধের সাথে। অনেকে প্রকাশ্যেই মাদক গ্রহণ এবং বিক্রি করছে। এভাবে চলতে থাকলে আমাদের যুবসমাজ ধ্বংস হতে বেশি সময় লাগবে না। মাদক ব্যবসায়ী-সেবনকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো কার্যকর ভূমিকা গ্রহণ আবশ্যক বলে মনে করছেন সচেতন মহল।

Daily Frontier News