Daily Frontier News
Daily Frontier News

আমার হিন্দু, আমরা সংখ্যালঘ, আমাদের সম্পত্তি জোর পূর্বে দখল করে।

 

 

শ্রী মিশুক চন্দ্র ভুইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা, চর মার্গারেট ইউনিয়ন, জোর পূর্ব ক্ষমতা দেখিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি জোর পূর্ব জমি দখল করে, মোঃ মোস্তফা হাং, ও তার ভাই মোঃ জাহাঙ্গীর হাং, ও তার লোকজন, ওরা বলে তোরা হিন্দু আমাদের কিছু করতে পারবিনা, জোর পূর্ব জমি চাষাবাদ করে।আদালতে মামলা করলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাড়ি দখল করে, ও কবলা সম্পত্তির জোর পূর্ব দখল করে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাড়ি দখলের অভিযোগ দেওয়ানী মামলা নং-৪৩/২০২৩, মোকাম: উপজেলা আদালত, এর নির্দেশে  দারুস সালাম থানাধীন তিন মাসের অস্থায়ী নিশেদাজ্ঞা প্রদান মহামান্য ঠিক সেই দিনই আদালত অবমাননা করে বিবাদী মোঃ জাহাঙ্গীর হাং, ও মোস্তফা হাং জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করে। হিন্দু সম্প্রদায়ের মানুষ মারধর করে এমনকি বাড়ি তালা ঝুলিয়ে দেন এবং তোর বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করেন।এলাকার ৪/৫ জন অজ্ঞাতনামা লোক নিয়ে  বাড়ির  ভিতরে  ঢুকে আমাদের  অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখায় ও হুমকি প্রদান করেন ,মেইন দরজার সামনে  বাড়ি ভাড়ার একটি নোটিশ দিয়ে যান। উক্ত  মামলায় অস্থায়ী নিশেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদী  মোঃজাহাঙ্গীর হাং ও মোস্তফা হাং তার এলাকার বিভিন্ন সন্ত্রাসী প্রকৃতির লোকজনকে  টাকা-পয়সা দিয়ে তাদেরকে নিজের পক্ষে কাজ করার জন্য  হাত করে রাখছেন। এমনকি থানায় জি.ডি করতে গেলেও পথে সন্ত্রাসী বাহিনী নিয়ে অনেক রকম হুমকি প্রদান করেন, বলে হিন্দু সম্প্রদায়ের লোক অনেক টাকা ও অঢেল অবৈধ সম্পদের মালিক তিনি বলেন, ৪ একর জায়গা সম্পত্তি আমি ভোগ দখল করবো পারলে তুই কিছু কর, এই কথা বলে যিনি কথায় কথায় টাকা গরম দেখান, এজন্য এলাকার লোক জনের সাথে তার ভাল সম্পর্ক নেই, গত  ২২/০৩/২০২৩ইং তারিখের তিনি এলাকার লোকজন নিয়ে জোর করে বাসার ভিতরে এসে একটি রুমে  তালা ঝুলিয়ে  চাবি নিয়ে যান, যা আদালতের অবমাননার শামিল ।  বিবাদী আরো জানান এই বাড়িটির বর্তমান মূল্য ২.৫০ কোটি টাকা। বিবাদী থাকা কালীন সময়ে জোর পূর্বক এবং জোর পূর্বক বাড়ি খালি করার চেষ্টা করেছিল। এর ওয়ারিশ ৫ জন। নিধুরাম পরিবার দীর্ঘ১০০ বছর উক্ত এলাকায় বসবাস করে আসছিলেন, এবং সকলের সাথে তার এলাকার লোকজনের সাথে  হৃদয়ের  বন্ধন ছিল। সুরেন্দ্র চন্দ্র ভুইয়া আওয়ামীলীগের, জাতীয় শ্রমিকলীগ, গলাচিপা উপজেলা থানার সভাপতি ছিলেন ১৫ বছর , কিছু মানুষে প্রোরচনা পরে তিনি এক বার গ্রামের প্রতিনিধি। বিবাদী  মোঃ মোস্তফা হাং ও তার ভাই মোঃ জাহাঙ্গীর হাং অস্থায়ী নিশেদাজ্ঞা অমান্য করে বাড়ির মধ্যে ডুকে বাড়ির একটি জমি দখল করে। এবং বিভিন্ন নতুন কৌশলে বাড়িটি দখলের চেষ্টা করছেন ।  মৃত নিধুরাম এর ৫ ছেলে তাই তারা  আইনের প্রতি শ্রদ্ধা রেখে এর একটি প্রতিকার আদালতের মাধ্যমে চান।

Daily Frontier News