Daily Frontier News
Daily Frontier News

আমদীয়া একই জমির দাবিদার মুক্তিযোদ্ধা গং ও মোঃ নজরুল ইসলাম গং এর পাল্টা পাল্টাি অভিযোগ থানায় মামলা দায়ের

 

 

ক্রাইম রিপোর্টারঃ

 

আমদীয়া খতিয়ান নং ৫১মাথরা মৌজা এস এ ৮২ দাগে ও ৮১ দাগে মোটঃ ২৪ শতাংশ জমি ক্রয়সুত্রে মালিক দখলদার রয়েছেন দীর্ঘদিন যাবত নজরুল ইসলাম গং আবার এই সম্পত্তি দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন গং আর এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা-মোকদ্দমা চলে আসছে এর কোন সমাধান হচ্ছে না কোথাও, বিভিন্ন সময় সামাজিক দরবার সালিশি করে সমাধান করতে না পেরে আদালতের আশ্রয় নেন আজিম উদ্দিনের ছেলে আমির হোসেন গং বিবাদী পক্ষ মোঃ নজরুল ইসলাম গং জানান ২৪ শতাংশ ভূমির মালিক আমরা। বীর মুক্তিযুদ্ধ আজিম উদ্দিন আমাদের কাছে কোনো সম্পত্তি পায় না। মোঃ নজরুল ইসলাম গং জানান বিভিন্ন সময় কোর্টে মোকদ্দমা দাখিল করে তখন কোর্ট হতে যখন আমাদের কাগজপত্র চায় এবং মামলার শুনানি শেষ পর্যায়ে আসে তখন আর মুক্তিযোদ্ধা আজিমউদ্দিন হাজির হয় না এতে করে আদালত মামলা খারিজ করে দেয়। ইদানিং মুক্তিযোদ্ধার নামে একটি বাড়ি আসায় জোরপূর্বক আমাদের জমিতে ঘরটি স্থাপনের চেষ্টা করে। তখন আমরা গ্রামের পঞ্চায়েতের পরামর্শ ঘর উঠাতে বাধা দেই। মৃতঃ মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের ছেলে আমির হোসেন বাদী হয়ে মাধবদী মডেল থানা আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এরপর মাধবদী থানা হতে এসআই তানভীর সহ একজন পুলিশ অফিসার এসে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ না করার জন্য নির্দেশ দেয়। বাদী বিবাদী কে মাধবদী থানা যেকোনো সময় ঢাকাইয়া ফয়সালা করার পর তারা কাজ করার জন্য বলা হয়। আমাদের প্রতিবেদক সরজমিনে গিয়ে তার সততা পায়। আমির হোসেন গং এর সাথে আলাপ করলে উনারা জানান পর্চায় ভুল ছিল সংষোধন করার জন্য আমরা আদালতে মামলা করেছি এই জমি আমাদের বলে দাবি করেন। অন্যদিকে মামলার বিবাদী নজরুল ইসলাম গং বলেন জমির সঠিক কাগজ পত্র আমাদের রয়েছে এবং লিগেল কাগজপত্রে মালিক আমারা। জমিটি আমির হোসেন গং জবর দখল করার চেষ্টা করছি। ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী উক্ত ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার চায় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট।

Daily Frontier News