Daily Frontier News
Daily Frontier News

আদালতের নোটিসে কাজের নিষেধাজ্ঞা থাকার পরও   কোর্টের আদেশ অমান্য করে পাকা নির্মাণ  যেন দেখার কেউ নেই

 

আল আমিন সরদার স্টাফ রিপোর্টারঃ-

 

সাতক্ষীরা জেলা তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের ০৪-০৮-২০২২ সাতক্ষীরা কোটের নোটিসে কাজের নিষেধাজ্ঞ থাকলো পাকা নির্মাণ কাজ চলমান রয়েছে এমন অভিযোগ উঠেছে

এ ব্যাপারে নাম না বলা ব্যক্তি জানান নুরুল আমিন এর দুই পুত্র মনিরুজ্জামান মামুন , ও ইমরুল কবির ও কানকাটা ইমু নামে পরিচিত, তারা অনেক শক্তিশালী ,তারা কাউকে পরোয়া করে না এবং তাদের সাতক্ষীরা কোটের নোটিসে কাজের নিষেধাজ্ঞ থাকলো পাকা নির্মাণ করছে ,ইমু নামে বহু মামলা ছিলো এবং

এ ব্যাপারে ইমরুল কবির ইমু সাথে যোগাযোগ করলেই তিনি জানান আমাদের কাগজ পাতি সব ঠিক আছে তাই আমরা দোকান ঘর করছি।

এ ব্যাপারে ভুক্তভোগী তবিবুর রহমান জানান আমার জমি দখল সত্ত্বেও যে একটা মিটিশন ১৯ ৮৪ সালে হয়েছে ১৯ ৭০ সালের দলিল এবং পূর্বের ১১ ৯২ দাগে জমির উপরে পাকা নির্মিত একটি দোকান ঘর নির্মাণ আছে, সেখানে মিটিশনটি দখল না দেখিয়ে বাতিল করা হয়েছে, এটা মনে হয় বিসিএস ক্যাডার অফিসার হলেই করা যায়,
এ ব্যাপারে মনিরুজ্জামান মামুনের সাথে মোট ফোনে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি

Daily Frontier News