Daily Frontier News
Daily Frontier News

আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ । 

 

বিশেষ প্রতিনিধি : 

আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ । গত ২২/০৩/২০১৩ ইং তারিখে, দেওয়ানী মামলা নং-৪৩/২০২৩, মোকাম: জেলা জজ আদালত, ঢাকা এর নির্দেশে  মিরপুর দারুস সালাম থানাধীন ১০ নং ওয়ার্ডে ৫১ নং প্লটটি তিন মাসের অস্থায়ী নিশেদাজ্ঞা প্রদান করে মহামান্য জেলা জজ আদালত। এরপর গত ৩০/০৫/২০২৩ইং তারিখে একজন ভাড়াটি চলে যান। ফলে রুমটি খালি হয়। ঠিক সেই দিনই আদালত অবমাননা করে বিবাদী মোঃ হুমায়ুন কবির জুয়েল  বাড়িতে ডুকে জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে একটি  রুমের দরজায়  তালা ঝুলিয়ে দেন এবং বাদী পক্ষকে  বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করেন। এরপর গত  ০২/০৬/২০২৩ ইং তারিখ সন্ধা ৭:৩০ ঘটিকার সময় এলাকার ৪/৫ জন অজ্ঞাতনামা লোক নিয়ে  বাড়ির  ভিতরে  ঢুকে আমাদের  অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখায় ও হুমকি প্রদান করেন ,মেইন দরজার সামনে  বাড়ি ভাড়ার একটি নোটিশ দিয়ে যান। উক্ত  মামলায় অস্থায়ী নিশেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদী  মো: হুমায়ুন কবির জুলেল। এলাকার বিভিন্ন সন্ত্রাসী প্রকৃতির লোকজনকে  টাকা-পয়সা দিয়ে তাদেরকে নিজের পক্ষে কাজ করার জন্য  হাত করে রাখছেন। এমনকি থানায় জি.ডি করতে গেলেও পথে সন্ত্রাসী বাহিনী নিয়ে অনেক রকম হুমকি প্রদান করেন । মামলার বিবাদী জানান  তিনি মৃত সাবেক এম.পি আসলামুল হক (আসলাম )এর ব্যক্তিগত ড্রাইভার ছিলেন। বিশ হাজার টাকা চাকুরি করে আজ অঢেল অবৈধ সম্পদের মালিক তিনি, যিনি কথায় কথায় টাকা গরম দেখান, এজন্য এলাকার লোক জনের সাথে তার ভাল সম্পর্ক নেই, গত  ২২/০৩/২০২৩ইং তারিখের আদালতের অস্থায়ী নিশেদাজ্ঞার সুনানী ১৪/০৬/২০২৩ইং তারিখে দার্য করা হয়। তার অপেক্ষ।  না করে, তিনি এলাকার লোকজন নিয়ে জোর করে বাসার ভিতরে এসে একটি রুমে  তালা ঝুলিয়ে  চাবি নিয়ে যান, যা আদালতের অবমাননার শামিল ।  বিবাদী আরো জানান এই বাড়িটির বর্তমান মূল্য ২.৫০ কোটি টাকা। বিবাদী  এম.পি. আসসলামুল হক আসলাম থাকা কালীন সময়ে জোর পূর্বক সুদের টাকা পরিশোধ করতে না পারায়, এম.পির  ক্ষমতা প্রয়োগ করে বাড়িটি ৮০ লক্ষ টাকায় বায়না করেন, ৬ মাসের মেয়েদ দিয়ে ৪৫ লক্ষ টাকা বায়না করেন। এবং জোর পূর্বক বাড়ি খালি করার চেষ্টা করেছিল। বিবাদী বলেন তার পিতা মৃত আবুল খায়ের মিয়া এর ওয়ারিশ ৫ জন। আবুল খায়ের মিয়া দীর্ঘ ৪০ বছর উক্ত এলাকায় বসবাস করে আসছিলেন, এবং সকলের সাথে তার এলাকার লোকজনের সাথে  হৃদয়ের  বন্ধন ছিল। আবুল খায়ের মিয়া আওয়ামীলীগের, জাতীয় শ্রমিকলীগ, দারুস সালাম থানার সভাপতি ছিলেন ১৫ বছর , কিছু মানুষে প্রোরচনা পরে তিনি ২০১৫ ইং সালে সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচন করেন। সেই সময় তিনি অনেক অর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হন ও অনেক দেনায় পরে যান। দেনা পরিশোধের জন্য বাড়িটি  বিক্রির সিদ্ধান্ত নেন। ইতি পূর্বেই মোঃ হুমায়ন কবির জুয়েল সুদের  উপর তাকে টাকা প্রদান করেছিনে, সুদের টাকা প্রদান করতে না পারায় বাড়িটি বায়না রেজিষ্ট্র করে নেন২৭/০১/২০১৯ইং তারিখে। কিন্তু তার অনেক ঋন রেখে যান , কারন বাড়ির টাকা হুমায়ন কবির জুলেন দেন নাই। তাই ঋন পরিশোধ হয় নাই। এখন তার ওয়ারিশ গন চাচ্ছেন আদালতের মাধ্যমে বাড়িটি পুনরুদ্ধার   করে , বাড়িটি ফিরে পাওয়া। কারন তাদের থাকার জন্য কোন সম্পদ আবুল খায়ের মিয়া রেখে যান নাই। এখন শুধু  আদালতের আদেশের অপেক্ষায় এর মধ্যে বিবাদী  মোঃ হুমায়ুন কবির জুয়েল অস্থায়ী নিশেদাজ্ঞা অমান্য করে বাড়ির মধ্যে ডুকে বাড়ির একটি রুমে  তালা মারেন, এবং বিভিন্ন নতুন কৌশলে বাড়িটি দখলের চেষ্টা করছেন ।  মৃত আবুল খায়ের মিয়া এর ৪ ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যান ,  তাই তারা  আইনের প্রতি শ্রদ্ধা রেখে এর একটি প্রতিকার আদালতের মাধ্যমে চান।

Daily Frontier News